নিউজিল্যান্ড সফরে প্রোটিয়া স্কোয়াডে ফিরলেন সিমোন হার্মার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২২
নিউজিল্যান্ড সফরে প্রোটিয়া স্কোয়াডে ফিরলেন সিমোন হার্মার

ভারত সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা দলের লক্ষ্য এখন নিউজিল্যান্ড সফর। এ সফরে স্বাগতিক কিউইদের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে প্রোটিয়ারা। এ সফরের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। পাঁচ বছর আবারও প্রোটিয়া দলে ডাক পেয়েছেন স্পিনার সিমোন হার্মার।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এ সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই নিউজিল্যান্ড সফরে যাবে দক্ষিণ আফ্রিকা।

ভারতের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন জর্জ লিন্ডে। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এ প্রোটিয়া ক্রিকেটার। এ কারণে নিউজিল্যান্ড সিরিজে দল থেকে ছুটি নিয়েছেন তিনি। এছাড়াও গ্রোইন ইনজুরির কারণে বাদ পড়েছে অনিভিষিক্ত ক্রিকেটার প্রেরেনাল সুবরায়েন।

ভারতের বিপক্ষে সিরিজের পর নিউজিল্যান্ড সফরের দলেও জায়গা পাননি পেসার এনরিখ নরখে। ইনজুরি থেকে সেরে উঠলেও ম্যাচ ফিটনেস ফিরে না পাওয়ায় তাকে দলে রাখেনি দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা।

২০১৫ সালে নিজের অভিষেক টেস্ট খেলেছিলেন স্পিনার সিমোন হার্মার। সে বছর পাঁচ টেস্ট খেলার পরই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। দীর্ঘ ছয় অপেক্ষার পর আবারও দলে ফিরলেন ৩২ বছর বয়সী সিমোন হার্মার।

নিউজিল্যান্ড সফরে দুইটি টেস্টের ম্যাচের সবগুলোই ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। করোনার সময়ে বেশি ভ্রমণ এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে দুই বোর্ড।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
ডিন এলগার, টেম্বা বাভুমা, সারেল এরউই, সিমোন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, ডুনানে ওলিভায়ের, কেগান পিটারসেন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, লুথো সিপামলা, গ্লেনটন স্ট্রুম্যান, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরিয়েনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল আয়োজনে আগ্রহী দক্ষিণ আফ্রিকা

আইপিএল আয়োজনে আগ্রহী দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় লেজেগোবরে ভারত, চলছে ময়নাতদন্ত

দক্ষিণ আফ্রিকায় লেজেগোবরে ভারত, চলছে ময়নাতদন্ত

বিরাটের পারফর্মেন্স ছাপিয়ে আলোচনায় কন্যা ভামিকার প্রথম ছবি

বিরাটের পারফর্মেন্স ছাপিয়ে আলোচনায় কন্যা ভামিকার প্রথম ছবি

গিলক্রিস্টকে টপকে গেলেন ডি কক

গিলক্রিস্টকে টপকে গেলেন ডি কক