পূর্ণশক্তির দল নিয়ে পাকিস্তান যাবে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৫ জানুয়ারি ২০২২
পূর্ণশক্তির দল নিয়ে পাকিস্তান যাবে অস্ট্রেলিয়া

পাকিস্তান সফরকে হালকাভাবে নিচ্ছেনা অস্ট্রেলিয়া। এমনিকি নিরাপত্তা নিয়েও দলের কোনো খেলোয়াড়ের কোন প্রকার সমস্যা নেই। তাই এবার পুর্ণশক্তির দল নিয়েই দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাবে অজিরা। ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে সফরের সময়, সূচি এবং ভেন্যু।

২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা শঙ্কায় প্রায় এক দশক কোনো আন্তর্জাতিক ক্রিকেট দল পাকিস্তানে যায়নি। পাকিস্তানের মাটিতে শেষবার কোনো আন্তর্জাতিক আসর হয়েছিল ১৯৯৬ সালে। সেবার ভারত এবং শ্রীলঙ্কার সাথে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হয়েছিল তারা।

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড নিরাপত্তা উদ্বেগের কারণে পাকিস্তান সফর থেকে বাতিল করে দিয়েছিল। এর মধ্যে কিউইরা এতই ভীত ছিল যে, মাত্র ১১ ঘন্টা আগে ম্যাচ বাতিল করে দেশের বিমান ধরেছিল।

প্রায় দুই যুগ পর পাকিস্তান সফর নিয়ে মঙ্গলবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমের সামনে কথা বলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক জর্জ বেইলি। তিনি জানান,। পাকিস্তান সফরকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা মতোই সামনে আগাচ্ছে অস্ট্রেলিয়া। সঠিক সময়েই দলও ঘোষণা করা হবে।

বেইলি বলেন, ‘দুই বোর্ড এখনও এই সফরের কিছু ছোটখাটো ব্যাপার নিয়ে কাজ করছে। সব শেষে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়ে গেলে আমরা দল ঘোষণা করব। আমরা সঠিক ধারাতেই আছি।’

দল নির্বাচনের ক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দেয়া হবে নাকি অ্যাশেজের দল নিয়েই পাকিস্তান সফরে যাবে? এমন প্রশ্নের জবাবে বেইলি বলেন, ‘আমাদের কোনো শিল্ড ক্রিকেট দেখার দরকার আছে কি না কিংবা কে সুযোগ পাবে না পাবে, এসব বিষয়ে আমি এখনও নিশ্চিত না।’

চলতি বছরের মার্চে তিন টেস্ট, তিন ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। ৩ মার্চ প্রথম টেস্ট দিয়ে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে সিরিজ। ৫ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে একমাত্র টি টোয়েন্টি খেলে দেশের বিমান ধরবে অজিরা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস



শেয়ার করুন :


আরও পড়ুন

বিগব্যাশে খেলার অনুমতি পাননি স্টিভেন স্মিথ

বিগব্যাশে খেলার অনুমতি পাননি স্টিভেন স্মিথ

করোনা ইস্যুতে কমলো শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের ভেন্যু

করোনা ইস্যুতে কমলো শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের ভেন্যু

ডাবল হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় ক্যামেরুন বয়েস

ডাবল হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় ক্যামেরুন বয়েস

রাতভর পার্টি করে তদন্তের মুখে রুট-অ্যান্ডারসন

রাতভর পার্টি করে তদন্তের মুখে রুট-অ্যান্ডারসন