পিএসএল খেলতে মুখিয়ে আছেন বিদেশি তারকারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৫ জানুয়ারি ২০২২
পিএসএল খেলতে মুখিয়ে আছেন বিদেশি তারকারা

২৭ জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরের। প্রতিবারের মতো এবারও পিএসএলে বসতে যাচ্ছে তারকার মেলা। পাকিস্তান মাতাবেন বিশ্বের অনেক তারকা। তারা মুখিয়ে আছেন মাঠে নামার জন্য। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সোমবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে পিসিবি জানায়, ২০১৬ সাল থেকে এই টুর্নামেন্ট শুরুর পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনের খেলোয়াড়রা খেলার জন্য মুখিয়ে থাকেন। তারা পাকিস্তানের মাটিতে নিজ দেশকে প্রতিনিধিত্ব করেন। এছাড়া পাকিস্তানি খাবার, সঙ্গীত এবং সংস্কৃতিও তারা উপভোগ করেন।

পিএসএলে খেলা নিয়ে কয়েকজন বিদেশি খেলোয়াড় নিজেদের অনুভূতি জানিয়েছেন। সেখানে উঠে এসেছে অনেক কিছুই। এসব তারকাদের মধ্যে আছেন জনসন চার্লস, আলেক্স হেলস, রাইলো রুশো , ক্রিস জর্ডান, কলিন মুনরো এবং লুইস জর্জি।

এবারের আসরে মুলতান সুলতানসের হয়ে খেলতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লস বলেন, ‘মুলতান সুলতানদের প্রতিনিধিত্ব করার আরেকটি সুযোগ পেয়ে আমি খুশি। তাদের জন্য দারুণ কিছু করতে চাই। আমার সতীর্থদের সাথে যোগ দেওয়াটা দারুণ অনুভূতি। আমি ফিফায় (গেমস) তাদের কাউকে হারানোর অপেক্ষায় আছি।’

ইংলিশ তারকা আলেক্স হেলস খেলবেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। তিনি বলেন, ‘আমি আবারও ইসলামাবাদ ইউনাইটেডের সাথে যোগ দেওয়ার অপেক্ষায় আছি। এর আগেও আমি তাদের হয়ে প্রথমবার পিএসএল খেলেছিলাম। পাকিস্তানের অবস্থা সত্যিই ভালো। এখানে ব্যাটে বল আসে। যা অন্যান্য এশিয়ান ভেন্যুগুলোর থেকে একদম আলাদা।’

করাচি কিংসের হয়ে খেলবেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস জর্ডান। তিনি বলেন, ‘করাচি কিংসে ফিরে আসতে পেরে ভালো লাগছে। এটি একটি দুর্দান্ত দল। শেষবার আমরা একসাথে ছিলাম। আমি আরেকটি দুর্দান্ত আসরের অপেক্ষায় আছি। আশা করি শিরোপা জয়ে আমি ভূমিকা রাখতে পারবো।’

২৭ জানুয়ারি থেক শুরু হবে পিএসএলের সপ্তম আসর। এক মাসব্যাপী চলার পর শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। মোট ছয় দল অংশগ্রহণ করবে এবারের আসরে। আসরের প্রথম ১৪টি ম্যাচ হবে করাচিতে এবং শেষ ১৯টি খেলা হবে লাহোরে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস



শেয়ার করুন :


আরও পড়ুন

শুরুর আগেই পিএসএলে করোনার হানা

শুরুর আগেই পিএসএলে করোনার হানা

বিমানবন্দরে বন্ধু শাদাবকে চমকে দিলেন ‘ড্রাইভার’ হাসান আলি

বিমানবন্দরে বন্ধু শাদাবকে চমকে দিলেন ‘ড্রাইভার’ হাসান আলি

পিএসএলে বায়োবাবল নিয়ে কঠোর অবস্থানে পিসিবি

পিএসএলে বায়োবাবল নিয়ে কঠোর অবস্থানে পিসিবি

স্তন ক্যান্সার সচেতনায় পিএসএলকে কাজে লাগাবে পিসিবি

স্তন ক্যান্সার সচেতনায় পিএসএলকে কাজে লাগাবে পিসিবি