তাকে বলা হয় নারী ক্রিকেটের পিকাসো। ব্যাট দিয়ে বাইশগজে তুলির আচড়ে ফুটিয়ে তুলেন অনিন্দ্য সুন্দর শিল্পকর্ম। সেই স্মৃতি মান্ধানাই এবার জিতলেন নারীদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। ২০২১ সালের বর্ষসেরা নারী ক্রিকেটার হিসাবে ভারত নারী দলের এই ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি।
২০২১ সালটা দুর্দান্ত কেটেছে মান্ধানার। বছরজুড়ে সব মিলিয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মান্ধানা। তাতে ৩৮ দশমিক ৮৬ গড়ে রান করেছেন ৮৫৫। এর মধ্যে আছে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আটটি সীমিত ওভারের ম্যাচ খেলেছিল ভারত নারী দল। জিতেছিল মাত্র দুটি। সেই দুটিই মান্ধানার কল্যাণে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ১৫৮ রান তাড়া করে জেতার ম্যাচে মান্ধানা অপরাজিত ছিলেন ৮০ রানে। যা তাদের সিরিজ সমতা আনতে সাহায্য করেছিল। শেষ টি-টোয়েন্টিতে ৪৮ রান করে জেতাতে সাহায্য করেছিলেন ভারতকে। বছরে তার একমাত্র এবং প্রথম টেস্ট সেঞ্চুরিটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেঞ্চুরির কল্যাণে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান মান্ধানা।
আইসিসি থেকে এমন সম্মান পাওয়ার পর মান্ধানা বলেন, ‘আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার ২০২১ এর মর্যাদাপূর্ণ রাচেল হেইহো ফ্লিন্ট ট্রফি পাওয়ার জন্য আমি সত্যিই সম্মানিত। আমি আমার সতীর্থ, কোচ, পরিবার, বন্ধু এবং ভক্তদের কাছে কৃতজ্ঞ। তারা আমার সম্ভাবনার উপর বিশ্বাস রেখেছিল।’
এই স্বীকৃতি তাকে সামনে আরও ভালো খেলতে উৎসাহিত করবে বলেও জানান মান্ধানা। তিনি বলেন, ‘এটা ক্রিকেটের গ্লোবাল গভর্নিং বডির কাছ থেকে উচ্চ শ্রেণীর স্বীকৃতি। এই স্বীকৃতি আমার খেলাকে আরও উন্নত করতে এবং ভারতের আগামীর সাফল্যে অবদান রাখতে অনুপ্রাণিত করবে।’
মান্ধানার লক্ষ্য এখন ২০২২ সালের দিকে। সেটাও জানালেন এই নারী ক্রিকেটার, ‘আমার দৃষ্টি এখন নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে। আমি অপেক্ষা করছি। ভালো করার লক্ষ্য নিয়ে আমরা একটি দল এবং ইউনিট হিসাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছি।’
ভারতের জার্সি গায়ে দেয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৫০টি ম্যাচ খেলেছেন মান্ধানা। রান করেছেন চার হাজারেরও অধিক। সেঞ্চুরি রয়েছে ৫টি। হাফ সেঞ্চুরি ২১টি। সর্বোচ্চ ইনিংস ওয়ানডের ১৩৫।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]