কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৬ টাইগার, বাড়েনি বেতন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৮
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৬ টাইগার, বাড়েনি বেতন

আগেই জানা গিয়েছিল বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে কমপক্ষে দুইজন বাদ পড়তে যাচ্ছেন। স্পোর্টসমেইল২৪ ‌‘বেতন বাড়াচ্ছে বিসিবি, সঙ্গে ছাটাইও’ শিরোনামে সংবাদও প্রকাশ করেছিল। অবশেষে সেটাই সত্য হলো, তবে সংখ্যাটা যে এতো বড় হবে তা জানা ছিল না। দুইজন নয়, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মোট ৬ টাইগার।

বুধবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন নিজে এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ৬ জন হলেন- সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ এবং সাব্বির রহমান।

চুক্তি থেকে এই ছয়জন শুধু বাদ দেয়া হয়েছে তাই নয়। ক্রিকেটারদের বেতন বাড়ানোর যে গুঞ্জন ছিল, সেটাও সত্য হয়নি। নতুন চুক্তিবদ্ধ ১০ ক্রিকেটারের কোনো বেতন-ভাতা বাড়ানো হয়নি।

ফলে বিসিবির নতুন চুক্তিতে থাকছেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

এক সাথে ৬ টাইগারকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়ার ব্যাখ্যা দিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা ক্রিকেট পরিচালনা বিভাগ ও নির্বাচকেরা ঠিক করেছে। তারা মনে করছে, এই খেলোয়াড়দের পারফরম্যান্স চুক্তিতে রাখার মতো যথেষ্ট নয়।’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

না খেলেও ইনজুরিতে কেন নাসির?

না খেলেও ইনজুরিতে কেন নাসির?

চলতি মাসেই কোচ নিয়োগের সিদ্ধান্ত নেবে বিসিবি

চলতি মাসেই কোচ নিয়োগের সিদ্ধান্ত নেবে বিসিবি

টাইগারদের পরামর্শক হচ্ছেন কারস্টেন

টাইগারদের পরামর্শক হচ্ছেন কারস্টেন

মাশরাফি-সাকিবদের দায়িত্ব নিচ্ছেন কে?

মাশরাফি-সাকিবদের দায়িত্ব নিচ্ছেন কে?