২০২১ সালটা দুর্দান্ত কেটেছে পাকিস্তানি ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদির। যার বদৌলতে পেয়েছেন আনুষ্ঠানিক স্বীকৃতিও। ২০২১ সালের আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের এই তারকা পেসার। পুরো বছর জুড়ে দারুণ পারফর্ম্যান্স করলেও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফর্ম্যান্সকেই এগিয়ে রাখছেন শাহীন।
পাকিস্তানের এক গণমাধ্যমের সাথে কথা বলার সময় এমনটাই জানান এই গতি তারকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছিলেন শাহীন। তিনটি উইকেট ছিল ভারতের তিন ব্যাটিং স্তম্ভ ‘হিট ম্যান’ খ্যাত রোহিত শর্মা, তরুণ লোকেশ রাহুল এবং অধিনায়ক বিরাট কোহলির।
তরুণ এই তারকা বলেন, ‘আমার অনেক ভালো ভালো পারফর্ম্যান্স আছে। টেস্টে পাঁচ উইকেট আছে। কিন্তু আমার কাছে সবচেয়ে স্মরণীয় হয়ে আছে ভারতের বিপক্ষে বিশ্বকাপের পারফর্ম্যান্স। বছরটা আমার জন্য খুব ভালো একটি বছর ছিলো। আশা করি ২০২২ সালে আপনারা আরও ভালো পারফর্ম্যান্স দেখতে পাবেন।’
ভারতের বিপক্ষে রোহিত শর্মার উইকেটটি প্রত্যাশিতই ছিলো এই পেসারের কাছে। কিন্তু তার বলে লোকেশ রাহুলের আউট হওয়াটা অবাক করেছে তাকে। সেই সাথে উপভোগও করেছেন। শাহীন বলেন, ‘বল ছোট ছোট সুইং করছিল। আমরা জানতাম যে তাতে রোহিত আউট হবে। কিন্তু রাহুলের আউটটা আমাকে বিস্মিত করেছে।’
রাহুলের উইকেটটি পেতে দলের সিনিয়র সতীর্থ শোয়েব মালিক পরামর্শ দিয়েছিলেন শাহীনকে। সেটা কাজে লাগিয়েই রাহুলকে তুলে নিয়েছেন তিনি। শাহীন বলেন, ‘পিচে খুব একটা সুইং ছিল না। কিন্তু আমি গতি আর লাইনের উপর জোর দিয়েছিলাম। মালিক আমাকে বললো পিচ টু পিচ বল করে যেতে। তার কথা মতো সাফল্যও পেলাম। রাহুলের উইকেটটা আমার জন্য বড় কিছু।’
কোহলির উইকেট তুলে নিতে পেরেও দারুণ খুশি শাহীন। কোহলি কিংবা বাবর আজমের মতো ব্যাটারদের উইকেট তুলে নিতে ম্যাজিক বলের দরকার হয় বলেও জানালেন তিনি। শাহীন বলেন, ‘কোহলি হাফ সেঞ্চুরি করে ফেলেছিল। তার উইকেটটি তুলে নিতে পেরে আমি অনেক খুশি হয়েছি।’
পাকিস্তানের হয়ে অভিষেকের পর থেকে এ পর্যন্ত তিন ফরম্যাটে মোট ৮৮টি ম্যাচ খেলেছেন শাহীন। তাতে উইকেট নিয়েছেন ১৮৪ টি। পাঁচ উইকেট পেয়েছেন ৬ বার, দশ উইকেট নিয়েছেন ১ বার।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]