২০২১ সালে দক্ষতার সাথে দায়িত্ব পালন আর দারুণ সব সিদ্ধান্তের জন্য আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস। আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে বর্ষসেরা আম্পায়ার হিসাবে ইরাসমাসের নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন ইরাসমাস। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল। যথাযথভাবে দায়িত্ব পালন ও নেতৃত্বের কারণে আম্পায়ার মহল এবং আন্তর্জাতিক অঙ্গনে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি।
ভালো আম্পায়ারিংয়ের পুরস্কার স্বরূপ এর আগে ২০১৬ এবং ২০১৭ সালে টানা দুইবার ডেভ শেফার্ড ট্রফি জিতেছিলেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। ২০২১ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ মোট ২০টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন ইরাসমাস।
সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার আম্পায়ারদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের সদস্য। গত সপ্তাহে পার্লে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যেকার প্রথম ওয়ানডেতে আম্পায়ারিং করার মধ্য দিয়ে ক্যারিয়ারের শততম ম্যাচ পরিচালনা করতে মাঠে নেমেছিলেন তিনি।
আইসিসি থেকে এই সম্মান পাওয়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে এমিরেটস আইসিসি এলিট প্যানেলের এই সদস্য বলেন, ‘আইসিসি বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতা সত্যিই সম্মানের। আইসিসি ম্যাচ রেফারি এবং আন্তর্জাতিক টেস্ট অধিনায়কদের দ্বারা সম্মানিত হওয়া বিরাট ব্যাপার। এটা গত এক বছর কঠোর পরিশ্রমের স্বীকৃতি।’
ইরাসমাস আরো বলেন, ‘জৈব সুরক্ষা বলয় এবং বাড়ি থেকে দীর্ঘ সময় বাইরে থেকে কঠিন পরিস্থিতিতে ভালো করতে পেরে আমি খুশি। আমার স্ত্রী অ্যাডেল, ছেলে ক্রিস এবং জিওকে তাদের অটল সমর্থনের জন্য ধন্যবাদ। সমর্থনের জন্য আইসিসি আম্পায়ার কোচ কার্ল হার্টার ও অন্যান্য আম্পায়ারদের অনেক ধন্যবাদ।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]