বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর দক্ষিণ আফ্রিকা সফরে লেজেগোবরে অবস্থা ভারতীয় ক্রিকেট দলের। টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হওয়া লজ্জা পেয়েছে ভারত। এ অবস্থা দলের পরিবর্তন চেয়েছেন ভারতের ক্রিকেট বিশেষজ্ঞরা। চলছে চুলচেরা বিশ্লেষণ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হওয়ার পর কেপটাউনে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও স্বাগতিকদের কাছে পরাজিত হবে চরম হতাশা নিয়ে সফর শেষ করেছে ভারত। সিরিজের প্রথম দুই ওয়ানডে জয়ের পর শেষ ম্যাচে স্বাগতিক কুইন্টন ডি ককের ১২৪ রানের ইনিংসটি সফরকারীদের পরাজয়কে ত্বরান্বিত করেছে।
ভারতীয় ধারাভাষ্যকার হার্সা ভোগলে টুইটারে লিখেছেন, ‘এটি দক্ষিণ আফ্রিকার বিশাল অর্জন। তারা দারুণ খেলেছে। এখন ভারতীয় দলের সঠিক ময়না তদন্ত করা দরকার।’
ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে ওয়ানডে দলের নেতৃত্ব দিয়েছেন কেএল রাহুল। দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়া বিরাট কোহলি শেষ ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেছেন।
ভারতের সাবেক ব্যাটার সঞ্জয় মাঞ্জেরেকর সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ভারতীয় দলে ব্যাটারদের মধ্যে ঘাটতি ছিল। দলের কেউ তিন চার ওভারের বেশি বল খেলতে পারেনি। ওই দলের তদন্ত করতে হবে। দলে যদি ষষ্ঠ বোলিং অপশন না থাকে, তবে আপনার দরকার সত্যিকারের কিছু ব্যাটার। যারা দলে আসতে পারে এবং কিছুটা বোলিং করতে পারে।’
প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়ার পর চাহারকে একাদশে যুক্ত করার বিষয়টিকে সমর্থন করেছেন সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার। তিনি বলেছেন, ‘বোলিং আক্রমণের মূল সৈনিক ভুবনেশ্বর কুমার প্রথম দুই ম্যাচে উইকেটই পাননি। বিপরিতে খুব বেশি রান দিয়েছেন। তিনি ছন্দ হারিয়েছেন।’
ইন্ডিয়া টুডে টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘অধিনায়ক রাহুল প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের পার্টনারশিপের সময় রান আউটের ধারণা জন্মেছিল।’
ধারাভাষ্যকার আকাশ চোপরার মতে, দলের এমন পরাজয় দল পুনর্গঠনে সহায়ক হবে। তিনি বলেন, ‘পরাজয় সব সময় সাহসী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ভারতের সাদা বলের ক্রিকেটের মানদণ্ডের পরিবর্তন দরকার। নতুনভাবে শুরু করতে এটি খুবই সহায়ক হবে।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]