বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখেছিল মিনিস্টার গ্রুপ ঢাকা। তৃতীয় ম্যাচে এসে হারের বৃত্ত পেরিয়ে এসে জয়ের দেখা পেয়েছে ঢাকা। এ জয়ই দলের পরিবেশ বদলে গেছে বলে মনে করেন ঢাকার অলরাউন্ডার শুভাগত হোম।
বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ বড় স্কোর গড়েও জিততে পারেনি ঢাকা। দ্বিতীয় ম্যাচেও চট্টগ্রামের কাছে হেরেছিল মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। তবে তৃতীয় ম্যাচে এসে আর ভুল করেনি তারা। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে পেয়েছেন প্রথম জয়ের দেখা।
এই ম্যাচ জেতাতেই দলের পরিবেশ বদলে গেছে বলে মনে করেন ঢাকার অলরাউন্ডার শুভাগত হোম। তিনি বলেন, ‘একটা ম্যাচ জেতা মানেই দলের পরিবেশ পরিবর্তন হয়ে যাওয়া। সবাই আত্মবিশ্বাসী, আমার মনে হয় দলের পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। লাস্ট দুই ম্যাচেই আমরা ভালো খেলেছি, কিছু কিছু জায়গায় ফল্ট করেছি বলে হেরেছি। এ ম্যাচটা আমাদের সেই আত্মবিশ্বাস বাড়াবে।’
ফরচুন বরিশালের বিপক্ষে ২৫ বলে ২৯ রান করে ঢাকার জয়ের পথ সুগম করে দেন শুভাগত হোম। নিজের স্বাভাবিক ক্রিকেট খেলেই সফল হয়েছেন বলে জানান তিনি। এ বিষয়ে শুভাগতর ভাষ্য, ‘রিয়াদের সাথে যখন কথা হচ্ছিলো যখন আমি উইকেটে গেছিলাম। বলেছিল, কোনো তাড়াহুড়ো না করতে। জাস্ট নরমাল ক্রিকেট খেলতে বলেছিল, যেরকম খেলি আরকি। উইকেট ভালো ছিল, ব্যাট বল আসছিল। ব্যাসিকটা ঠিক রাখার চেষ্টা করছিলাম। বাড়তি শট খেলার চেষ্টা করি নাই।’
প্রথম দুই ম্যাচে টপ অর্ডার থেকে রান আসলেও তৃতীয় ম্যাচে ঢাকার টপ অর্ডার ছিল পুরোটাই ব্যর্থ। পরের ম্যাচেই টপ অর্ডার ঘুরে দাঁড়াবে বলে মনে করেন শুভাগত হোম। বলেন, ‘প্রথমে গিয়ে ব্যাটারদের জন্য কঠিন হয়ে যায়। আমাদের তাড়াতাড়ি উইকেট পড়ে গেছে। হয়তো ওরা ভালো বল করেছে বলেই উইকেট পড়েছে। আশা করি, পরের ম্যাচেই টপ অর্ডার আবারও ফর্মে ফিরে আসবে।’
টানা দুই ম্যাচ হেরে ঢাকাও ঘুরে দাঁড়ানোর সুযোগ খুজছিল বলে জানান এ অলরাউন্ডার। তিনি বলেন, ‘আমাদের শুরুটা ভালো হয়নি। শিশির ছিল প্রচুর, বোলাররা হেল্প পায়নি। আমরা জয়ের জন্য খুব করে চাচ্ছিলাম। দুইটা ম্যাচ পরপর হেরে গেছিলাম। এই ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সবাই ভালো করেছে, শেষ পর্যন্ত আমরা জিতেছি।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]