ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। ২০২১ সালে দুর্দান্ত পারফর্মেন্সের কারণে এবার বর্ষসেরা ক্রিকেটারের খেতাব নিজের করে নিয়েছেন তিনি। প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন শাহীন আফ্রিদি।
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার পুরষ্কার স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি নিজের করে নিয়েছেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। ২০২১ সালে দারুণ পারফর্মেন্সের স্বীকৃতিস্বরুপ এ পুরষ্কার জিতেছেন তিনি।
২০২১ সালে পাকিস্তানের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৩৬ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শাহীন শাহ আফ্রিদি। এ সময় শিকার করেছিলেন ৭৮ উইকেট। বছর জুড়ে ধারাবাহিক পারফর্মেন্সের কারণেই আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি। এর আগে অন্য কোনো পাকিস্তানি ক্রিকেটার এ পুরষ্কার জিততে পারেননি।
এবারের আইসিসি বর্ষসেরার তালিকায় পাকিস্তানিদের জয়জয়কার চলছে। ওয়ানডে এবং টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন দুই পাকিস্তানি ক্রিকেটার। ওয়ানডে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন অধিনায়ক বাবর আজম এবং টি-টোয়েন্টিতে এ পুরষ্কার নিজের করে নিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
ওয়ানডে ফরম্যাটে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও টি-টোয়েন্টি এবং টেস্টে দারুণ ছন্দে ছিলেন শাহীন শাহ আফ্রিদি। ২০২১ সালে ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৩ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও তিনি পাকিস্তানের হয়ে ৯ টেস্টে মাঠে নেমেছিলেন। এ সময় শিকার করেছিলেন ৪৭ উইকেট।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল পাকিস্তান। দলকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে বল হাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এ সময় ৭ ম্যাচ ৯ উইকেট শিকার করেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]