টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও হারের মুখ দেখেছে ভারত। টেস্টে সিরিজ এক ম্যাচ জিতলেও ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে তারা। হোয়াইটওয়াশ হওয়ার ম্যাচেই স্লো ওভার রেটের কারণে জরিমানায় পড়েছে ভারত।
রোববার (২৩ জানুয়ারি) কেপটাউনে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি ভারতীয় দল। এ কারণে অধিনায়ক লোকেশ রাহুলসহ পুরো দলকে তাদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোড অব কন্ডাক্ট অনুযায়ী প্রতি ওভারের জন্য ২০ শতাংশ জরিমানা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার বাকি থাকায় ভারতীয় দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ শেষে আইসিসির ম্যাচ রেফারির অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ করেন আম্পায়াররা। এরপরই ভারতীয় অধিনায়ককে শুনানির জন্য ডাকা হয়। তবে অভিযোগ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
কেপটাউনে শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হারে ভারত। এ ম্যাচে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয় লোকেশ রাহুলের দল। এর আগে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল ভারতীয়রা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]