ব্যাট-বলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওমানের অলরাউন্ডার জিসান মাকসুদ। বড়জুড়ে ধারাবাহিক পারফর্মেন্সের কারণে আইসিসির সহযোগী দেশের সেরা ক্রিকেটারের খেতাব নিজের করে নিয়েছেন জিশান মাকসুদ। নারী ক্রিকেটে এ পুরষ্কার জিতেছেন অস্ট্রিয়ার অলরাউন্ডার আন্দ্রেয়া মাই জেপেদা।
সীমিত ওভারের দুই ফরম্যাটেই দারুণ ছন্দে ছিলেন জিসান মাকসুদ। দলের জয়ে বেশ বড় ভূমিকা রাখেন তিনি। ওমানকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট-বল হাতেও সামনের দিকে ছিলেন জিসান মাকসুদ। এ কারণেই সহযোগী দেশের সেরা ক্রিকেটারের খেতাবটা নিজেরই করে নিয়েছেন তিনি।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন জিসান মাকসুদ। পাপুয়া নিউগিনির বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়ে চার উইকেট শিকার করেন তিনি। এছাড়াও ওয়ানডেতেও পাপুয়া নিউগিনি এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাট হাতে দুই সেঞ্চুরি করেছিলেন জিসান।
২০২১ সালে অসাধারণ পারফর্ম করে সহযোগী দেশের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রিয়ার জেপেদা। পুরো বছরে আট ম্যাচ খেলে ৫১.৫৭ গড়ে করেছিলেন ৩৬১ রান। এছাড়াও বল হাতে ২ উইকেটও শিকার করেন তিনি।
জেপেদা শুধু ক্রিকেটার নন, পেশায় একজন চিকিৎসক। সেই পেশার পাশাপাশি ক্রিকেটার ক্যারিয়ারকেও এগিয়ে নিচ্ছেন তিনি। তাই তো সেরার স্বীকৃতি পেয়ে বেশ খুশি জেপেদা।
এছাড়াও আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, টি-টোয়েন্টি ক্রিকেটার এবং উদীয়মান ক্রিকেটারের নামও ঘোষণা করেছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]