ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে হারিয়ে এ খেতাব নিজের করে নিয়েছেন বাবর। এক বিবৃতিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।
সোমবার (২৪ জানুয়ারি) আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব নিজের করে নেন বাবর আজম। ২০২১ সালের বর্ষসেরা হওয়ার দৌড়ে তার সাথে ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান, দক্ষিণ আফ্রিকান জানেমান মালান এবং আয়ারল্যান্ডের বাটার পল স্টার্লিং।
২০২১ সালে পাকিস্তানে হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর আজম। তবে এ সময়ে পাকিস্তানের হয়ে মাত্র ৬ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। ছয় ম্যাচেই রান বন্যা বইয়ে দিয়েছিলেন পাকিস্তানি অধিনায়ক।
২০২১ সালে ৬৭.৫০ গড়ে বাবর আজম করেছিলেন ৪০৫ রান। এর মধ্যে করেছিলেন দুই সেঞ্চুরি। এ দারুণ পারফর্মেন্সের কারণেই বিজয়ীর শেষ হাসি হেসেছে বাবর।
বাবর ছাড়াও তালিকায় থাকা বাকি ক্রিকেটারও বেশ ছন্দে ছিলেন। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ৯ ওয়ানডে খেলে ব্যাট হাতে ২৭৭ রানের পাশাপাশি ১৭ উইকেট শিকার করেছিলেন।
এছাড়াও বাকি দুই প্রতিদ্বন্দ্বী জানেমন মালান এবং পল স্টার্লিংও ব্যাট হাতে কাটিয়েছেন সেরা সময়। মালান ৮ ম্যাচে ৮৪.৮৩ গড়ে করেছিলেন ৫০৯ রান। আর স্টার্লিং ১৪ ম্যাচে ৭৯.৬৬ গড়ে করেছিলেন ৭০৫ রান। বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]