লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল অঘোষিত ফাইনাল। যে জিতবে সেই দলই চলে যাবে কমনওয়েলথ গেমসের ফাইনালে। আগের তিন ম্যাচ জিতে অঘোষিত এ ফাইনালে হেরে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে পেরোতে ব্যর্থ হয়েছেন নিগার সুলতানা জ্যোতির দল।
কমনয়েলথ গেমস বাছাই পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রানে হেরেছে টাইগ্রেসরা। টানা তিন ম্যাচ জিতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে গ্রুপ পর্বে শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলার মেয়েদের।
সোমবার (২৪ জানুয়ারি) বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রান তোলে শ্রীলঙ্কার মেয়েরা। ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে পুরো ওভার খেলেও ১১৪-র বেশি করতে পারেনি বাংলাদেশের নারীরা।
বাংলাদেশকে একাই হারিয়ে দেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। ওপেনিংয়ে ২৮ বল খেলে করেন ৪৮ রান। এছাড়াও বল হাতে ১৭ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। ম্যাচের ১০ম ওভারে আতাপাত্তু ফিরে গেলেও নিলাকাশি ডি সিলভার ২৫ বলে ২৮ এবং আনুশকা সাঞ্জিবানির ১৬ বলে ২০ রানের ইনিংসে ভর করে স্কোর বোর্ডে ১৩৬ রান তোলে লঙ্কান নারীরা।