কোহলিকে জোর করে সরানো হয়েছে : শোয়েব আখতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২১ পিএম, ২৩ জানুয়ারি ২০২২
কোহলিকে জোর করে সরানো হয়েছে : শোয়েব আখতার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। তার হঠকারি সিদ্ধান্তে নড়েচড়ে বসে ক্রিকেট বিশ্ব। কেননা ভারতের হয়ে সাদা পোশাকে সবচেয়ে বেশি ম্যাচ জেতার তালিকায় শীর্ষ নামটা তারই।

কোহলির এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন পাকিস্তানি গ্রেট শোয়েব আখতারও। তবে সাবেক পাকিস্থানি তারকা মনে করেন কোহলিকে জোর করে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে।

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে দেয়া স্বাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘সবাইকেই এক সময় থেমে যেতে হয় কিন্তু আমার মনে হচ্ছে বিরাটকে জোর করে থামিয়ে দেয়া হয়েছে। তাকে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে।’

সেই সঙ্গে সব ভুলে কোহলিকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন শোয়েব। ক্রিকেটকে কোহলির এখনও অনেক কিছু দেয়ার আছে জানিয়ে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ‘অনেকগুলো জিনিস একসাথে চেষ্টা করো না। এসব থেকে বের হয়ে যাও এবং ক্রিকেটে মনোনিবেশ করো।’

ইদানিং ব্যাটে রান নেই কোহলির। কোহলির এই পড়তি ফর্মের জন্যও উপর মহলের চাপকে দায়ী করেছেন সাবেক এই তারকা। তিনি বলেন, ‘আমি মনে করি যখন কোথাও থেকে চাপ প্রয়োগ করা হয়, তখন সাধারণত একজন খেলোয়াড়ের ফর্ম চলে যায়।’

যদিও কোহলির দায়িত্ব ছাড়ার পেছনে এখনও কারো যোগসাজশ পাওয়া যায় নি। তারপরও সব ভুলে সবাইকে ক্ষমা করে ভারতের সেরা তারকাকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন শোয়েব। তিনি বলেন, ‘সবাইকে ক্ষমা করে দাও এবং সামনে চলতে থাকো।’

কোহলির অনুপস্থিতিতে কে হবেন ভারতের টেস্ট পরবর্তী অধিনায়ক? এমন প্রশ্নের জবাবে শোয়েব জানান, এটা তার ভাবনার বিষয় নয়। এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড ভালো সিদ্ধান্তই নিবে জানিয়ে শোয়েব বলেন, ‘আমি জানি এই ব্যাপারে বিসিসিআই একটি মানানসই সিদ্ধান্ত নিবে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অতিরিক্ত আত্মবিশ্বাসে সিরিজ হেরেছে ভারত : ইমরান তাহির

অতিরিক্ত আত্মবিশ্বাসে সিরিজ হেরেছে ভারত : ইমরান তাহির

২৭ মার্চ থেকে শুরু আইপিএল

২৭ মার্চ থেকে শুরু আইপিএল

ম্যাচ ফিক্সিং অপরাধ না : ভারতীয় আদালত

ম্যাচ ফিক্সিং অপরাধ না : ভারতীয় আদালত

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া, দুই ধাপ পেছালো ভারত

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া, দুই ধাপ পেছালো ভারত