বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচ ফরচুন বরিশালের কাছে হেরেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রাম। দারুণ বোলিংয়ে মিনিস্টার গ্রুপ ঢাকাকে আটকেছে তারা। এ ম্যাচে উইকেট নয়, বরং ডট বল করার দিকে বেশি মনযোগী ছিলেন বলে জানান স্পিনার নাসুম আহমেদ।
শনিবার (২২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মিনিস্টার গ্রুপ এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দারুণ ব্যাটিং লাইন আপ নিয়েও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেরেছে তারা।
১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রায় ১০ ওভার ডট বল খেলে ঢাকা। ডট বল দেওয়ায় মূল লক্ষ্য ছিল বলে জানান নাসুম আহমেদ। তিনি বলেন, ‘এক্সটাইটিং বলে কিছু নাই, আমাদের প্ল্যানই ছিল যত পারি ডট বলে করে যাওয়া। ওদের রান রেটটা বাড়ায় দেওয়া। ওই হিসেবে আমাদের বোলাররা খুব ভালো বল করেছে। চেষ্টা করছি আমরা আলহামদুল্লিলাহ।’
ঢাকার বিরুদ্ধে চার ওভার বল করে ১৯টি ডট বলে করেন নাসুম। পাশাপাশি পকেটে ভরেন তিন উইকেট। ম্যাচে উইকেট নয় সবসময় বেশি ডট বল করার লক্ষ্য নিয়েই মাঠে নামেন বলে জানান তিনি।
বলেন, ‘আমি সচারচর উইকেট পাই না। আমার টার্গেটই থাকে পাওয়ার প্লেতে বল করে দলকে ভালো শুরু এনে দেওয়া। আজকে ১০-১২ ওভার পরে যখন বোলিংয়ে আসছি, আমি আমার জায়গাতেই ছিলাম। এক্সট্রা কোনো চিন্তা করি নাই।’
মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে এবারের বিপিএলে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং মাশরাফি বিন মর্তুজার মতো দেশসেরা ক্রিকেটাররা। তাদের বিপক্ষে বোলিং করেও বেশ ভালো লাগছে বলে জানান নাসুম। বলেন, ‘যখন একসাথে খেলি রিয়াদ ভাইয়ের কাছ থেকে অনেক সাপোর্ট পাই। ওনার বিরুদ্ধে বল করতে ভালো লাগে। তামিমকে ভাইকে যখন বোলিং করতেছিলাম তখন ওই একটাই চিন্তা ছিল। উনি যাতে আমাকে মারতে না পারে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]