স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশি মেয়েদের হ্যাটট্রিক জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২২
স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশি মেয়েদের হ্যাটট্রিক জয়

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের মেয়েদের জয়রথ ছুটছেই। আগের ম্যাচে কেনিয়ার বিপক্ষে ৮০ রানের বিশাল জয় পেয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। এবার স্কটল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিলো টাইগ্রেসরা।

রোববার (২৩ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড নারী দল। ব্যাট হাতে নেমেই বাংলাদেশের বোলারদের সাড়াশি আক্রমণের মুখে পড়তে হয় তাদেরকে। তাতে ১৭ দশমিক ৩ বল খেলে গুটিয়ে যায় মাত্র ৭৭ রানেই।

দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার সারা ব্রিস। চার নাম্বারে নেমে স্রোতের প্রতিকূলে ১৩ বলে ৪টি চারের মারে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন কেটি ম্যাকগিল। বাকিদের সবার রানের অঙ্কটা মোবাইলের ডিজিটের সমান!

টাইগ্রেসদের পক্ষে সমান দু’টি করে উইকেট দখল করেন স্পিনার সালমা খাতুন, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার এবং সানজিদা আক্তার মেঘলা।

৭৮ রানের জবাবে খেলতে নেমে ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মারকুটে ওপেনার শামিমা আক্তার ফিরে যান মুখোমুখি হওয়া প্রথম বলেই। ওইটুকুই! এরপরের পথটায় আর কোনো বিপদ হতে দেননি মুর্শিদা খাতুন এবং ফারজানা হক পিংকি।

দু’জন মিলে অবিচ্ছিন্ন জুটিতে দলকে নোঙ্গর করেন জয়ের বন্দরে। মুর্শিদা অপরাজিত থাকেন ৫৫ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫০ রানে। ফারজান করেন ৩৬ বলে ২০। দুর্দান্ত অর্ধশতকের সুবাদে ম্যাচসেরার পুরস্কার নিজের করে নেন মুর্শিদা খাতুন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নাহিদার বোলিং তোপে উড়ে গেল কেনিয়া, বাংলাদেশের বড় জয়

নাহিদার বোলিং তোপে উড়ে গেল কেনিয়া, বাংলাদেশের বড় জয়

কমনওয়েলথ গেমসে জয় দিয়ে বাংলাদেশ নারী দলের যাত্রা শুরু

কমনওয়েলথ গেমসে জয় দিয়ে বাংলাদেশ নারী দলের যাত্রা শুরু

জাহানারার বিষয়টি স্পর্শকাতর, সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

জাহানারার বিষয়টি স্পর্শকাতর, সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

টাইগ্রেসদের বিশ্বকাপ সূচি প্রকাশ

টাইগ্রেসদের বিশ্বকাপ সূচি প্রকাশ