বরাবরের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরেও ধারাভাষ্য প্যানেলে তারার হাট বসিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১১ জন ধারাভাষ্যকার দিয়ে পিএসএলের এবারের আসর পরিচালনা করবে পিসিবি। পিএসএল শুরুর আগেই ধারাভাষ্যকার এবং প্রেজেন্টারদের নাম প্রকাশ করেছে তারা।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) থেকে মাঠে গড়াবে পিএসএলের ৭ম আসর। এ আসরকে সামনে রেখে ১১জন ধারাভাষ্যকার এবং প্রেজেন্টারের তালিকা চূড়ান্ত করেছে পিসিবি।
পিএসএলের ধারাভাষ্য কক্ষে থাকবেন সাবেক ইংলিশ ক্রিকেটার নিক নাইট। এছাড়াও থাকছেন মাইক হেইসম্যান। এ দুইজন অবশ্য এবারই প্রথম পিএসএলে ধারাভাষ্য দিতে যাচ্ছেন। এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং পাকিস্তানের ন্যাশন্যাল টি-টোয়েন্টি কাপে ধারাভাষ্য দিয়েছিলেন হেইসম্যান।
পুরাতনদের মধ্যে পিএসএলের ধারাভাষ্যে থাকছেন ডেডিড গাওয়ার, ড্যানি মরিসন। জিম্বাবুয়ের এমবাঙ্গুয়া শুধু মাত্র করাচি পর্বে পিএসএলে ধারাভাষ্য দিবেন।
Commentators & Presenters Panel for the #HBLPSL7
— PakistanSuperLeague (@thePSLt20) January 22, 2022
Read more: https://t.co/W5ZFiY8F1l #LevelHai pic.twitter.com/hmuSRSom1Y
এতো গেলো বিদেশিদের তালিকা। দেশিদের তালিকায় থাকছেন বাজিদ খান, মারিনা ইকবাল, সানা মির, উরুজ আহমেদ এবং ওয়াকার ইউনিস। উর্দুতে ধারাভাষ্য কক্ষ মাতাবেন তারিক সাঈদ।
ইংলিশ এবং উর্দু দুই ভাষাতেই ধারাভাষ্যের ব্যবস্থা রেখেছে পিসিবি। শুধু ধারাভাষ্য নয়, প্রেজেন্টার তালিকাতেও রেখেছে চমক। প্রেজেন্টার হিসেবে কাজ করবেন জয়নব আব্বাস এবং এরিন হল্যান্ড। তাদের সাথে থাকবেন সিকান্দার বখত।
পিএসএলের ব্রডকাস্টিং মানও বেশ উন্নত রাখার চেষ্টা করছে পিসিবি। ব্রডকাস্টিংয়ে থাকবে ৩০ টি এইচডি ক্যামেরা, ড্রোন এবং স্পাইডার ক্যামেরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]