ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে দক্ষিণ আফ্রিকা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শুক্রবার (২১ জানুয়ারি) পার্লে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এ কারণেই জরিমানার কবলে পড়েছে টেম্বা বাভুমার দল।
ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ জানান আম্পায়াররা। এরপরেই শুনানির জন্য দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে ডাকা হয়। তবে অভিযোগ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পাড়ায় পুরো দলকে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করে আইসিসি। নির্ধারিত সময়ের বাইরে গিয়ে এক ওভার শেষ করায় ২০ শতাংশ জরিমানা করা হয়।
আইসিসির কোড অব কন্ডাক্টের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ২০ শতাংশ করে জরিমানা করা হয়।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে সাত উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে প্রোটিয়ারা। এর আগে টেস্টে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে দক্ষিণ আফ্রিকা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]