এবারের দক্ষিণ আফ্রিকা সফরটা ভারতের জন্য ভুলে যাওয়ার এক সফর। টেস্ট সিরিজ হারের পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজও হেরে বসে আছে তারা। তাও আবার এক ম্যাচ বাকি থাকতেই। ভারতের এমন অবস্থার জন্য তাদের অতিরিক্ত আত্মবিশ্বাসকে দায়ী করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ইমরান তাহির।
ইমরান তাহির বর্তমানে ওমানে অবস্থান করেছেন। সেখানে লেজেন্ডস ক্রিকেট লিগে ওয়ার্ল্ড জায়ান্ট টিমের হয়ে খেলছেন সাবেক এই প্রোটিয়া তারকা। সেখানেই ওমানের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের হারের কারণ খুঁজে বের করেন তিনি।
তাহির বলেন, ‘আমি কোনো দলকে বিচার করতে চাই না। কিন্তু ভারতের এই দলটা খুব ভালো একটা দল। পারতপক্ষে দক্ষিণ আফ্রিকার দলটা ধীরে ধীরে বেড়ে উঠছে। যার কারণে ভারত তাদেরকে সহজভাবে নিয়েছিল। তারা ভেবেছিল এই দলকে সহজেই হারাতে পারবে। আর এটা ভারতের হারের জন্য দায়ী।’
তাহির আরো বলেন, ‘গত চার কি পাঁচ বছর ধরে ভারত ওয়ানডে এবং টেস্টে প্রভাব বিস্তার করেছে। কিন্তু প্রোটিয়াদের এই দলটা খুব ভালো খেলে। তারা তাদের ঘরের মাঠের সর্বোচ্চ সুবিধাটাই নিয়েছে এবং জয়ের ধারায় ফিরেছে। তরুণ দলটার জন্য এই জয় অনেক বড় কিছু।’
ওইদিকে লেজেন্ডস ক্রিকেট লিগে তাহিরের দল ওয়ার্ল্ড জায়ান্ট হেরে গেছে এশিয়া লায়ন্সের কাছে। তবে এখানে হার জিতের চেয়ে সাবেক সতীর্থদের সাথে মিলিত হওয়াটাই বরং মনে ধরেছে তাহিরের। তিনি বলেন, ‘এই ধরণের লিগ খুবই ভালো। আমি আশা করি এটা চলতে থাকবে। এখানে আমরা অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা মিলিত হতে পারি এবং খেলতে পারি।’
দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের আট বছরের ক্যারিয়ার ইমরান তাহিরের। এই সময় প্রোটিয়াদের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৬৫ ম্যাচ খেলে ২৯৩ উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]