আফগানিস্তান ক্রিকেটের অন্যতম সেরা তারকা মোহাম্মদ নবী। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও পরিচিত মুখ নবী। তারই পথ ধরেছেন ছেলে হাসান খান। ছেলের সাথে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ইচ্ছা পোষণ করেছেন নবী।
আন্তর্জাতিক ক্রিকেটে ছেলের সাথে খেলার স্বপ্ন দেখলেও এর আগেই দুইজন একই দলের হয়ে খেলেছেন। শারজাহ স্টেডিয়ামে সিবিএফএস টি-টোয়েন্টি টুর্নামেন্টে একটি ম্যাচে খেলেছেন বাবা-ছেলে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এছাড়াও পিএসএল শুরুর কিছুদিন পরেই জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দিবে আফগানিস্তান। এ দুই টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন মোহাম্মদ নবী। সেখানে অনুশীলন শুরু করেই নিজের ইচ্ছার কথা জানিয়েছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক।
তিনি বলেন, ‘আমি আশাবাদী আমরা একসাথে খেলতে পারবো এবং জাতীয় দলেও একসাথে খেলতে পারবো। আমি চেষ্টা করছি আরও কয়েক বছর যেন আফগানিস্তানের হয়ে খেলতে পারি। লিগগুলোতেও খেলতে চাই।’
নবী বিশ্বাস করেন তার ছেলে হাসান খান খুব দ্রুতই আফগানিস্তান যুব দলে সুযোগ পাবেন। শুধু তাই নয়, নিজের পারফর্মেন্সের ঝলক দেখিয়ে জাতীয় দলেও নিজের জায়গা পাকাপোক্ত করে নিবেন বলে জানান তিনি।
নবী বলেন, ‘হাসান আরও বড় হবে এবং আশা করি সে অনূর্ধ্ব-১৯ দলে খেলবে। তার যদি জাতীয় দলের খেলার সামর্থ্য থাকে তাহলে সে জাতীয় দলের হয়ে খেলবে।’
শারজাহ স্টেডিয়ামে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নেমেছিলেন হাসান খান। সেখানে অবশ্য বাবা মোহাম্মদ নবীকে পাশে পেয়েছিলেন তিনি। খেলতে নেমে চাপে থাকলেও তা খুব দ্রুতই কাটিয়ে উঠেছেন বলে জানান এ আফগান অলরাউন্ডার।
বলেন, ‘পরিপূর্ণ কোনো লিগে এবারই প্রথম খেলেছে। এবারই প্রথম আমরা একসঙ্গে খেলেছি। এটা দারুণ অভিজ্ঞতা ছিল। সে কিছুটা চাপে ছিল। কিন্তু সে অনেক প্রতিভাবান।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]