ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে যুক্ত হয়েছে নতুন দুই ফ্রাঞ্চাইজি লাক্ষ্ণৌ এবং আহমেদাবাদ। নতুন ফ্রাঞ্চাইজি লাক্ষ্ণৌতে নাম লিখিয়েছেন ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল। এ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
আইপিএলের নিলামের আগে ৩৩জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পাচ্ছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো। এ সব ক্রিকেটারদের ধরে ৩৩৮ কোটি রুপি খরচ করেছে ফ্রাঞ্চাইজিগুলো। এর মধ্যে লোকেশ রাহুলের পিছনে ১৭ কোটি রুপি খরচ করেছে লাক্ষ্ণৌ।
লোকেশ রাহুলের উপর দলের নেতৃত্বভারও দিয়েছে লাক্ষ্ণৌ ফ্রাঞ্চাইজিটি। রাহুল ছাড়াও দলে আছেন মার্কাস স্টয়নিস এবং রবি বিষ্ণুই। চলতি বছরের ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নিলামে বাকি ক্রিকেটারদের দলে ভেড়াবে ফ্রাঞ্চাইজিটি।
শুক্রবার (২১ জানুয়ারি) ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন লাক্ষ্ণৌ তাদের অধিনায়কের নাম ঘোষণা করে। সেখানেই লাক্ষ্ণৌয়ের অধিনায়ক হিসেবে রাহুলকে দায়িত্ব দেয় তারা। এছাড়া আহমেদাবাদ ফ্রাঞ্চাইজির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া।
যদিও টিম ইন্ডিয়ার জার্সিতে নেতা হিসাবে এখনও জয় পাননি লোকেশ রাহুল, তবু আইপিএলে তার ওপরই ভরসা রাখলেন লখনৌ ফ্রাঞ্চাইজি মালিক সঞ্জিব গোয়েঙ্কা। অধিনায়কের নাম ঘোষণার আগেই প্রধান কোচ এবং মেন্টরের নাম ঘোষণা করেছে লখনৌ।
জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এবং ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। সে সঙ্গে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় দলের সাবেক ওপেনার এবং কেকেআরের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরকে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]