ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। এ নিলামের জন্য রেজিষ্ট্রেশন করা ক্রিকেটারদের নাম আংশিকভাবে প্রকাশ করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এখানে সাকিব-মোস্তাফিজসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার আইপিএল খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।
শনিবার (২২ জানুয়ারি) আইপিএলের নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে বিসিসিআই। আইপিএলের নিলামে ভারতীয় এবং বিদেশিসহ মোট ১২১৪ জন ক্রিকেটার রেজিষ্ট্রেশন করেছেন। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার ৮৯৬ জন এবং বিদেশ ৩১৮ জন।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের আইপিএলের নিলামে নাম রেজিষ্ট্রেশনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাকি ৭ ক্রিকেটারের নাম এখনও প্রকাশ করেনি বিসিসিআই।
বিসিসিআই এখন পর্যন্ত তিন ক্যাটাগরির ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। এরমধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে আছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। এ দুই জন ছাড়াও সর্বোচ্চ ভিত্তি মূল্যের এ ক্যাটাগরিতে আছেন আরও ৪৭ ক্রিকেটার।
আইপিএলের ১৪তম আসরের নিলামে ২ কোটি রুপির ভিত্তিমূল্যে ছিলেন সাকিব আল হাসান। অপরদিকে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ১ কোটি রুপির ভিত্তিমূল্যে ছিলেন। এবার তিনিও শীর্ষ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন।
চলতি বছরের ১২ এবং ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। নিলাম থেকে মোট ২১৭ জন ক্রিকেটার দল পাবেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা হবে ৭০ জন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]