পাড়ার গলিতে ক্রিকেট খেললেন শচীন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৭ এপ্রিল ২০১৮
পাড়ার গলিতে ক্রিকেট খেললেন শচীন

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে শচীন টেন্ডুলকার। এরপর আর দেশের জার্সিতে খেলতে দেখা যায়নি এ মাস্টার ব্লাস্টারকে। তবে শচীন আর ক্রিকেট প্রায় সমার্থক। অবিচ্ছেদ্য বললেও ভুল হবে না! সুযোগ পেলে ব্যাট হাতে নেমে পড়েন তিনি।

তবে এবার তাকে যেখানে ক্রিকেট খেলতে দেখা গেল তা অবিশ্বাস্য। মাঠে বা ময়দানে নয়, একেবারে রাস্তাতেই এক ঝাঁক খুদের সঙ্গে ক্রিকেট খেললেন আধুনিক ক্রিকেটের ডন।

মুম্বাইয়ের এক গলির পাড়া ক্রিকেটে হাতে ব্যট তুলে নিয়েছিলেন শচীন। নিজের ব্যক্তিগত কাজ সেরে মুম্বাইয় থেকে ফেরার পথে রাস্তায় কয়েকজনকে ক্রিকেট খেলতে দেখে নিজেকে ফিরিয়ে রাখতে পারেননি। গাড়ি থেকে নেমে রাস্তায়ই খেলা শুরু করে দিলেন।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো ভিডিওটি পোস্ট করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাতে কয়েকজন ছেলে রাস্তায় ক্রিকেট খেলছিল। ওই সময় গাড়ি থেকে নেমে শ্চীন এগিয়ে গেলেন তাদের দিকে। ব্যাট হাতে তুলে নিয়ে ব্যাটিংও করলেন। খেলতে খেলতেই কথা বলছিলেন ওই তরুণদের সঙ্গে।

জানা গেছে, সংশ্লিষ্ট এলাকায় হোটেলে কাজ করে ওই ছেলেগুলো। কাজ শেষ করে তাই রাতে রাস্তায় ব্যাট-বল হাতে নেমে পড়েছে ওরা। আর তাতে এবার যোগ দিলেন ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী শচীন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

হাথুরুর সহকর্মী ফিল্ডিং কোচ পোথাসের পদত্যাগ

হাথুরুর সহকর্মী ফিল্ডিং কোচ পোথাসের পদত্যাগ

ইনজুরির তালিকায় এবার মুশফিক

ইনজুরির তালিকায় এবার মুশফিক

আন্তর্জাতিক মানের কোচ ও প্রশিক্ষণ চান অ্যাথলেটরা

আন্তর্জাতিক মানের কোচ ও প্রশিক্ষণ চান অ্যাথলেটরা

চলে গেলেন কিংবদন্তি ফিল্ডার ব্লান্ড

চলে গেলেন কিংবদন্তি ফিল্ডার ব্লান্ড