প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকান তারকা ফ্যাফ ডু প্লেসিস। বাংলাদেশে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে আসলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে অনেকবারই এসেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই বিপিএলে সফল হতে চান তিনি।
বিপিএলের অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলবেন ডু প্লেসিস। আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাত্য হলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এখনও দাপটের সাথেই খেলছেন তিনি। এমনকি সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাইকে শিরোপা জেতাতেও তার ভূমিকা ছিল।
বিপিএলও দল তথা কুমিল্লাকে বড় সাফল্য এনে দিতে চান। এ কারণে বাংলাদেশের কন্ডিশন নিয়ে আলাদা করে পরিকল্পনা করছেন বলে জানান ডু প্লেসিস।
এ বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই এটা তো পরিকল্পনা। এজন্যই তো আমি এখানে। দলের জন্য ভাল করতে চেষ্টা করা। অবশ্য শুরুতে আমাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। প্রত্যেক দেশ আলাদা এবং এর চ্যালেঞ্জও আলাদা। ঢাকায় বেশিরভাগ সময় ধীর ও নীচু উইকেট থাকে কিন্তু চট্টগ্রামে আবার একটু ভাল উইকেট হয়। তো পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের চেষ্টা থাকবে বিভিন্ন পিচে ভাল খেলা।’
প্রথম ম্যাচ থেকেই নিজেকে মানিয়ে নিতে চান ডু প্লেসিস। বলেন, ‘এমন টুর্নামেন্টে শুরুটা সবসময় গুরুত্বপূর্ণ হয়। কারণ যারা খেলতে আসে তাদের অনেকেই খেলার মধ্যে থাকে আবার অনেকে সে অবস্থায় থাকে না। তো ওই অবস্থা থেকেও আত্মবিশ্বাস নিয়ে টুনামেন্ট শুরু করা গুরুত্বপূর্ণ।’
আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাত্য হওয়ায় বর্তমানে শুধু টি-টোয়েন্টি ক্রিকেটেই মনযোগী হয়েছেন ডু প্লেসিস। এ নিয়েও বাংলাদেশের সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন ডু প্লেসিস।
বলেন, ‘শুধু টি-টোয়েন্টি খেলা অবশ্যই দারুন। আপনি সকাল ৭টায় উঠে টেস্ট ম্যাচ খেলতে চাইবেন না। একই সঙ্গে এখানে এসে সকাল ৭টায় উঠে অনুশীলনে যেতে হচ্ছে, তো একজনকে বলছিলাম – আমাকে আর এটা করতে হচ্ছে না কিন্তু এখন তুমি আমাকে এত সকালে অনুশীলনে নিচ্ছ। এর কারণ অনুশীলনে অনেক কিছুই তো করতে হয়। টি-টোয়েন্টি সবসময়ই ভাল লাগে কারণ এখানে অনেক ম্যাচ খেলা হয় এবং চার সপ্তাহের মধ্যে আসর শেষ হয়।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]