চেন্নাইয়ের সাথে কুমিল্লার মিল পাচ্ছেন ডু প্লেসিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২১ জানুয়ারি ২০২২
চেন্নাইয়ের সাথে কুমিল্লার মিল পাচ্ছেন ডু প্লেসিস

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফ্যাফ ডু প্লেসিস। জানালেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাইয়ের সাথে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যে মিল রয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে এখনও খেলে বেড়াচ্ছেন ফ্যাফ ডু প্লেসিস। এরই অংশ হিসেবে বিপিএলেও এসেছেন তিনি। বিপিএলের অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলবেন ডু প্লেসিস।

প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেই চেন্নাইয়ের সাথে কুমিল্লার মিল খুঁজে পেয়েছেন ডু প্লেসিস। তিনি বলেন, ‘দেখুন দুই দলের (চেন্নাই এবং কুমিল্লা) মধ্যে সাদৃশ্য দেখেছি। যেমন দুই দলই চ্যাম্পিয়ন এবং নিজ নিজ টুর্নামেন্টে খুব ভাল করেছে। তাই আমার জন্য সিদ্ধান্ত নেয়াটাও সহজ ছিল।’

এছাড়াও বিপিএলে নিজের প্রথম মৌসুমেই অভিজ্ঞতা দারুণ হবে বলে মনে করেন ডু প্লেসিস। বলেন, ‘দুই দলের মধ্যে অন্য সাদৃশ্য খোঁজাটা আমার জন্য এখনও নতুন। আমি মাত্রই এসেছি। এমনিতে দলটা খুব রিলাক্স। বিপিএল অভিজ্ঞতা অবশ্যই ভাল হবে।’

খেলোয়াড়ি জীবনে জাতীয় দলের হয়ে সফরে এলেও এ দক্ষিণ আফ্রিকান প্রথমবারে মতো ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে বাংলাদেশে এসেছেন। তাই তো এখানে নিজেকে মানিয়ে নিতে পারফর্ম করতে চান ডু প্লেসিস।

এ বিষয়ে তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে সব কন্ডিশনেই আপনাকে খেলতে হবে এবং এতে করে আপনি আরো ভালো খেলোয়াড় হতে পারবেন। যদিও আমি বিশ্বের অন্যান্য জায়গায় খেলেছি, এখানে এসে আমাকে কিন্তু অন্য স্কিল কাজে লাগাতে হচ্ছে। ব্যাটসম্যান হিসেবে এখানে অভিজ্ঞতা অর্জন করা আমি সত্যিই পছন্দ করি।’

শুধু চ্যাম্পিয়ন হয়েই সন্তুষ্ট থাকতে চাননা ডু প্লেসিস। ব্যক্তিগতভাবে নিজের সেরাটা দিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগহকের তকমা নিজের করে নিতে চান তিনি।

ডু প্লেসিস বলেন, ‘আমার যে অভিজ্ঞতা আছে আমি অবশ্যই তা সবার সঙ্গে শেয়ার করবো। আর ব্যাটার বা নেতৃত্বের জায়গা থেকেও আমার যতটা সম্ভব দলের সঙ্গে শেয়ার করবো। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে প্রতিযোগীতার মধ্যে থেকে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে ফরচুন বরিশালে করোনার হানা

বিপিএলে ফরচুন বরিশালে করোনার হানা

বিপিএলের সাথে বিবিএস ক্যাবলস, ওয়ালটন

বিপিএলের সাথে বিবিএস ক্যাবলস, ওয়ালটন

বিপিএলের উইকেট স্পোর্টিং হবে, আশা সাকিবের

বিপিএলের উইকেট স্পোর্টিং হবে, আশা সাকিবের

বিপিএলে থাকবে টোকিও অলিম্পিকের গাইডলাইন

বিপিএলে থাকবে টোকিও অলিম্পিকের গাইডলাইন