অ্যাশেজের প্রথম টেস্টের পরই অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গিয়েছিলেন জশ হ্যাজলেউড। সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে অ্যাশেজের শেষ চার ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে মাঠের ফেরার অপেক্ষা শেষ, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরবেন হ্যাজলেউড।
চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া দল। এ সিরিজ দিয়েই মাঠে ফিরবেন জশ হ্যাজলেউড। অবশ্য এর আগে সাইড স্ট্রেইনের ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
নিজের অবস্থা জানিয়ে হ্যাজলেউড বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আমি অবশ্যই ফিরছি। আমি দুই সপ্তাহের মতো সময় পেয়েছি, অবশ্যই আমার ইনজুরি কাটিয়ে ওঠার পথে।’
অস্ট্রেলিয়ার হয়ে খেলাকে সবসময় কঠিন মনে করেন জশ হ্যাজলেউড। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে আসলে সব ম্যাচ খেলা কঠিন। আমাদের প্রাধান্য দিতে হবে, কখনো লাল বলে বা কখনো সাদা বলের ক্রিকেটে। এটা নির্ভর করবে আপনার শরীর কেমন ভ্রমণ করছে।’
অ্যাশেজে হ্যাজলেউডের অনুপস্থিতিতে আরেক পেসার স্কট বোল্যান্ডের অভিষেক হয়েছে। তিন ম্যাচ খেলে শিকার করেছিলেন ১৮ উইকেট। বোল্যান্ডের প্রশংসাতেও কম যাননি হ্যাজলেউড।
হ্যাজলেউড বলেন, ‘স্কটি দারুণ ক্রিকেটার। তাকে দেখতে বেশ ভালো লাগে। আমার মনে হয় অস্ট্রেলিয়ার ক্রিকেটে সে সবচাইতে দারুণ। মেলবোর্নে তার অভিষেক হয়েছে, স্নায়ুর ওপর স্বাভাবিকভাবেই অনেক চাপ ছিল। কিন্তু সে শুধু সেই ম্যাচই নয়, পুরো সিরিজেই দারুণ খেলেছে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]