বিপিএলে ফরচুন বরিশালে করোনার হানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৩ পিএম, ২১ জানুয়ারি ২০২২
বিপিএলে ফরচুন বরিশালে করোনার হানা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে ফরচুন বরিশাল দলে হানা দিয়েছে করোনা। করোনায় আক্রান্ত হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। এছাড়াও আছেন ব্যাটিং কোচ নাজমুল আবেদিন ফাহিম এবং ব্যাটার মুনিম শাহরিয়ার।

শুক্রবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে সোহান, ফাহিম এবং মুনিম শাহরিয়ারের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। 

বিপিএল শুরুর কয়েকদিন আগে জানানো হয় কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাদের নাম প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার ফরচুন বরিশাল কর্তৃপক্ষ জানায় উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ১৭ জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) তার পরবর্তী করোনা টেস্ট করানো হয়েছে। সেখানে নেগেটিভ হয়েছেন তিনি। শনিবার (২২ জানুয়ারি) দ্বিতীয় টেস্ট করানো হবে সেখানে নেগেটিভ হলেই মাঠে নামতে পারবেন তিনি।

এছাড়াও, কোচ নাজমুল আবেদিন ফাহিম এবং মুনিম শাহরিয়ার ১৮ জানুয়ারি করোনা পজিটিভ হন। তবে তাদের করোনা টেস্ট কবে করানো হবে তা এখনও নিশ্চিত করেনি দল কিংবা বিসিবি।

এ তিনজন ছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন খুলনা টাইগার্সের ওপেনার সৌম্য সরকার। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিপিএল গর্ভনিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন করোনার প্রভাব থাকলেও বিপিএল চালিয়ে যাওয়া হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের সাথে বিবিএস ক্যাবলস, ওয়ালটন

বিপিএলের সাথে বিবিএস ক্যাবলস, ওয়ালটন

দুই বছর বিরতি দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল

দুই বছর বিরতি দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল

বিপিএলের উইকেট স্পোর্টিং হবে, আশা সাকিবের

বিপিএলের উইকেট স্পোর্টিং হবে, আশা সাকিবের

বিপিএলে খুলনা দলে তানজিদ তামিম

বিপিএলে খুলনা দলে তানজিদ তামিম