নতুন দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার শিবনারায়ন চন্দরপাল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০২২ আসরে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জ্যামাইকা তালওয়াস।
এর আগে জ্যামাইকা প্রধান কোচের দায়িত্বে ছিলেন ফ্লোয়েড রেইফার। ফ্রাঞ্চাইজিটির দায়িত্ব ছেড়ে ওয়েস্ট ইন্ডিজ যুব দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। রেইফারের স্থলাভিষিক্ত হচ্ছেন চন্দরপাল।
শুধু হেড কোচ নয়, বোলিং কোচের দায়িত্বও বদল হয়েছে। ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার কার্টলি অ্যামব্রোস জ্যামাইকার বোলিং কোচের দায়িত্ব পালন করবেন।
ক্রিকেট ক্যারিয়ার সমৃদ্ধ হলেও কোচিংয়ে নতুন মুখ চন্দরপাল। জ্যামাইকার দায়িত্ব নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।
ক্রিকেট ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ১৬৪ টেস্ট খেলেছেন চন্দরপাল। টেস্ট ক্যারিয়ারে ৫১.৩৭ গড়ে করেছেন ১১,৮৬৭ রান। ওয়ানডে ক্যারিয়ারে ২৬৮ ম্যাচ করেছেন ৮,৭৭৮ রান।
বোলিং কোচ হিসেবে ক্যারিবিয়ান যুবাদের সঙ্গে কাজ করছেন অ্যামব্রোসও। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি জাতীয় দলেও একই ভূমিকা পালন করেন। ভারতে হওয়া ওই আসরে রুদ্ধশ্বাস ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]