আইসিসি থেকে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে : সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২০ জানুয়ারি ২০২২
আইসিসি থেকে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে : সাকিব

টি-টোয়েন্টির পর ওয়ানডের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ ২০২১ সালে টি-টোয়েন্টি এবং টেস্টে ভালো না খেললেও ওয়ানডে ফরম্যাটে নিজেদের সেরাটাই উজাড় করে দিয়েছিল বাংলাদেশ। এর ফল স্বরুপ বর্ষসেরা ওয়ানডে স্কোয়াডে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ক্রিকেটার একাদশে জায়গা পেয়েছেন।

নিষেধাজ্ঞার কারণে এক বছর বিরতি দিয়ে ক্রিকেটে ফিরলেও অলরাউন্ড পারফর্মেনসে নিজেকে নতুন করে চিনিয়েছেন সাকিব আল হাসান। পুরো বছরে নয় ওয়ানডে খেলে শিকার শিকার করেছেন ১৭ উইকেট। এছাড়াও ব্যাট হাতে করেছিলেন ২৭৭ রান।

নিজের ভালো খেলার স্বীকৃতি পেয়ে সাকিব আল হাসান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আইসিসি থেকে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে।’

প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে তিনজন বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন। বিষয়টি দেশের ক্রিকেটের জন্যই ভালো বলে মনে করেন সাকিব।

তিনি বলেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো ব্যাপার। বেশ কয়েক বছর ধরেই আমরা ওয়ানডেতে খুব ভালো দল। আমার কাছে মনে হয়, দেশে এবং দেশের বাইরেও এখন আমরা ভালো দল।’  

আইসিসির সেরা একাদশে তিন বাংলাদেশি ক্রিকেটারের জায়গা পাওয়াটা তারই স্বীকৃতি বলে মনে করেন সাকিব। বলেন, ‘এটা তারই একটা স্বীকৃতি যে ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের উইকেট স্পোর্টিং হবে, আশা সাকিবের

বিপিএলের উইকেট স্পোর্টিং হবে, আশা সাকিবের

বিপিএলে থাকবে টোকিও অলিম্পিকের গাইডলাইন

বিপিএলে থাকবে টোকিও অলিম্পিকের গাইডলাইন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মেহেদি মিরাজ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মেহেদি মিরাজ

এবারও ইমরুলের কাঁধেই কুমিল্লার দায়িত্ব

এবারও ইমরুলের কাঁধেই কুমিল্লার দায়িত্ব