ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে অ্যাশেজ জিতেছে। অপরদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ধরাশায়ী হয়েছে ভারত। এর প্রভাব পড়েছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে। ভারতকে সরিয়ে শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। এদিকে দুই ধাপ নেমে তিন নম্বরে অবস্থান করছে ভারত।
সদ্য সমাপ্ত অ্যাশেজে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। অ্যাশেজে এক ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে এক প্রতিরোধ গড়তে পারেনি ইংল্যান্ড। চতুর্থ টেস্ট কোনোমতে ড্র করলেও বাকি চার ম্যাচেই অসহায় আত্মসমার্পণ করেছে ইংলিশরা।
জো রুটের দলের বিপক্ষে এমন জয়ের পর শীর্ষস্থান দখল করে নিয়েছে অজিরা। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে জিতলেও শেষ দুই টেস্টে হারের মুখ দেখে ভারত। এতেই শীর্ষস্থান হারিয়েছে তারা। দুই ধাপ নেমে ভারতের বর্তমান অবস্থান তৃতীয়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের প্রভাব দেখিয়েছে তারা। এ কারণেই তাদের অবস্থানে আসেনি কোনো পরিবর্তন। টেস্ট র্যাঙ্কিংয়ে কিউইদের বর্তমান অবস্থান তিনে।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জিতে এক ধাপ এগিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯৯ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা। অ্যাশেজে হতাশাজনক পারফর্মেন্সের পরও চার নম্বরে আছে ইংল্যান্ড।
এদিকে সর্বশেষ বছরের একদম অন্তিম মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছিল পাকিস্তান। এ সিরিজ জয়ের পরও এক ধাপ পিছিয়েছে তারা। পাকিস্তানের বর্তমান অবস্থান ছয়।
শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ের অবস্থানে আসেনি কোনো পরিবর্তন। তাদের অবস্থান যথাক্রমে সাত, আট , নয় ও দশ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]