বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯ দলের স্পিনার ভিক্টর চিরওয়া। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নেমেছিল জিম্বাবুয়ে। সে ম্যাচেই অবৈধ বোলিং অ্যাকশনের সমস্যায় পড়েন তিনি। এরপরেই আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করেছে আইসিসি।
নিজেদের প্রথম ম্যাচ শেষ ম্যাচ অফিসিয়ালরা ভিক্টর চিরওয়ার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ জানায়। এরপরেই চিরওয়ার বোলিংয়ের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আইসিসি।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘টুর্নামেন্টের আম্পায়াররা চিরওয়ার বোলিং অ্যাকশনে সমস্যা খুঁজে পেয়েছে। এরপরই তার বোলিংয়ের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হয়।’
আইসিসির নিয়মানুযায়ী একজন বোলার সর্বোচ্চ ৫ ডিগ্রি পর্যন্ত হাত বাঁকাতে পারবেন। তবে চিরওয়ার ক্ষেত্রে এটি নির্ধারিত সীমার বেশ হওয়ায় তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করে আইসিসি।
যুব বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ২২৮ রানের বড় জয় পায় জিম্বাবুয়ে। এ ম্যচে ৭ ওভার বোলিং করে ১১ রান দিয়ে দুই উইকেট শিকার করেন চিরওয়া। আর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭২ রান দেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]