আগের ওভারের শেষ বলে উইকেট নিয়েছিলেন ক্যামেরুন বয়েস। পরের ওভারের প্রথম দিন বলেও শিকার করলেন তিন উইকেট। আর এতেই ইতিহাসের পাতায় জায়গা পেয়েছেন ক্যামেরুন বয়েস। বিগ ব্যাশে প্রথম বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন তিনি।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মুখোমুখি হয়েছিল মেলবোর্ন রেনিগেডস এবং সিডনি থান্ডার। সে ম্যাচেই ৩২ বছর বয়সী লেগ স্পিনার বয়েস ডাবল হ্যাটট্রিকের কীর্তি গড়েন। ম্যাচে নিজের কোটার পুরো চার ওভার বোলিং করে ৫ উইকেট শিকার করেন তিনি।
সপ্তম ওভারে প্রথমবারে মতো বোলিং আক্রমণে আসেন ক্যামেরুন বয়েস। শেষ বলে অ্যালেক্স হেলসকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। এক ওভার বিরতি দিয়ে আবারও বোলিংয়ে আসেন বয়েস।
প্রথম বলে স্ট্যাম্পড হয়ে ফেরেন জ্যাসন সাঙ্গা। দ্বিতীয় বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন অ্যালেক্স রস। এতেই হ্যাটট্রিকের উৎসবে মাতেন ক্যামেরুন বয়েস। তৃতীয় বলে ড্যানিয়েল স্যামসকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে ডাবল হ্যাটট্রিক করেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটের এটি ১০ম ডাবল হ্যাটট্রিকের ঘটনা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তিনবার ডাবল হ্যাটট্রিক হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এ কীর্তি গড়েছেন রশিদ খান, লাসিথ মালিঙ্গা এবং কার্টিস ক্যাম্ফার।
কার্টিস ক্যাম্ফার ডাবল হ্যাটট্রিক করেছিলেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রথমবারের বিশ্বকাপের আসরে ডাবল হ্যাটট্রিকের রেকর্ড গড়েন তিনি।
নিজের তৃতীয় ওভারে আরও একটি উইকেট শিকার করেন তিনি। তখন তার বোলিং ফিগার দাঁড়িয়েছিল ২.১ ওভারে ৭ রানে ৫ উইকেট। শেষ পর্যন্ত নিজের কোটার পুরোটা বোলিং করে ২১ রান দেন তিনি।
বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পর রান আউটেও ভূমিকা রাখেন ক্যামেরুন বয়েস। তার থ্রোতে বেন কাটিং রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।
দারুণ পারফর্মেন্সের দিনে অবশ্য ম্যাচ মেলবোর্নের পক্ষে আসেনি। ১ রানের নাটকীয় জয় পায় সিডনি থান্ডার্স।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]