আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ হতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মিসবাহ উল হক। মিসবাহর সাথে কোচ হওয়ার দৌড়ে আছেন সাবেক ক্রিকেটার আজহার মাহমুদও। এমনটাই জানিয়েছে পাকিস্তানের শীর্ষ এক গণমাধ্যম।
এর আগে পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্বে থাকলেও বর্তমানে কোথাও কাজ করছেন না ৪৭ বছর বয়সী সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। ২০১৯ সালে তিন বছরের জন্য পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে চুক্তি করেছিলেন তিনি। তবে বনিবনা না হওয়ায় ২০২১ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পদত্যাগ করেন।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি খেলোয়াড় ল্যান্স ক্লুজনার এর আগে আফগানিস্তান জাতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সালের মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর নতুন করে চুক্তি করেননি ।
ল্যান্স ক্লুজনারের জায়গায় প্রধান কোচ হিসাবে মিসবাহর কথা ভাবছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মিসবাহর সাথে অলরাউন্ডার আজহার মাহমুদও আছেন তাদের বিবেচনায়। এই পদের জন্য আজহারের সাক্ষাৎকারও নেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
পাকিস্তানের হয়ে দীর্ঘ এক ক্রিকেট ক্যারিয়ার মিসবাহ উল হকের। অবসর নেয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে সব মিলিয়ে ২৭৬টি ম্যাচ খেলেছেন মিসবাহ। তাতে রান করেছেন এগারো হাজারেরও অধিক।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]