বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরর শুরুর আগ মুহূর্তে দল পেয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ওপেনার তানজিদ হাসান তামিম। বিপিএল শুরুর আগ মুহূর্তে তাকে দলে ভিড়িয়েছে রুপসা পাড়ের দল খুলনা টাইগার্স। তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে খুলনা টাইগার্স কর্তৃপক্ষ।
বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার ড্রাফটে ছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু তার প্রতি আগ্রহ দেখায়নি বিপিএলের কোনো ফ্রাঞ্চাইজি। বিপিএল শুরুর একদম আগ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন তিনি।
তানজিদ তামিমকে দলে নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলনা টাইগার্সের মিডিয়া ম্যানেজার নাফিস ইকবাল। তিনি জানান কারও বদলি হিসেবে তাকে দলে ভেড়ানো হয়নি। প্লেয়ার ড্রাফটস থেকে কম সংখ্যক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল। সে কোটা পূরণেই তানজিদ তামিমকে দলে ভিড়িয়েছে বলে জানান তিনি।
বলেন, ‘তানজিদ হাসান তামিমকে আমরা স্কোয়াডে রেখেছি। তবে কারো বিকল্প হিসেবে নেইনি। ড্রাফটে আমরা কম খেলোয়াড় নিয়েছিলাম। তাই ড্রাফটের বাইরে থেকে তাকে দলে নেওয়া হলো।’
টুর্নামেন্ট শুরুর আগে খুলনা টাইগার্স দল বায়ো-বাবলে প্রবেশ করেছে। সেখানে করোনা পজিটিভ হয়েছেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার সৌম্য সরকার।
নাফিস ইকবলা বলেন, ‘সৌম্য প্রথম পরীক্ষায় পজিটিভ আসছে। আবারও পরীক্ষা করা হবে। আপনারা তো জানেন, করোনায় ফলস পজিটিভ আসতে পারে। সৌম্যের বদলি হিসেবে তামিমকে নেয়া হয়নি। সৌম্যের দ্বিতীয় টেস্টের ওপর অনেক কিছু নির্ভর করছে।’
খুলনা টাইগার্স
মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকসে, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী রাব্বি, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, নাবিল সামাদ, তানজিদ হাসান তামিম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]