ভারতের বিপক্ষে ওয়ানডে খেলবেন না রাবাদা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২২
ভারতের বিপক্ষে ওয়ানডে খেলবেন না রাবাদা

ঘরের মাঠে ভারতের বিপক্ষে দারুণ বোলিং করেছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। টেস্ট সিরিজে খেললেও ওয়ানডেতে থাকছেন না তিনি। কাজের চাপ কমাতে তাকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ)।

বুধবার (১৯ জানুয়ারি) পার্লে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা-ভারত প্রথম ওয়ানডে। সিরিজ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আগে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে সিএসএ।

২০২১ সালের সেপ্টেম্বর থেকে টানা জৈব-সুরক্ষা বলয়ে অবস্থান করছেন রাবাদা। এ কারণেই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএসএ। টানা বায়ো-বাবলে থাকলেও পারফর্মেন্সে কোনো ঘাটতি দেখা যায়নি। ভারতের বিপক্ষে ২০ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি।

ভারতের বিপক্ষে সিরিজ শেষেই নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিবে দক্ষিণ আফ্রিকা। সেখানে দুই টেস্ট খেলবে। কিউই সফর শেষে ঘরের মাঠে বাংলাদেশকে আতিথ্য দিবে প্রোটিয়ারা।

রাবাদা না থাকায় প্রোটিয়াদের হয়ে মার্কো জানসেনের ওয়ানডে অভিষেক হতে পারে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতি ক্রিকেটে পা রাখেন জানসেন। অভিষেক সিরিজে শিকার করেছিলেন ১৯ উইকেট।

কাগিসো রাবাদার বদলি হিসেবে স্কোয়াডে কেউ ডাক পাননি। তবে এর আগে টেস্ট স্কোয়াড থেকে জর্জ লিন্ডেকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফর করবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফর করবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

টেস্টে বিরল রেকর্ড, দুই ইনিংসে ভারতের সবাই ক্যাচ আউট

টেস্টে বিরল রেকর্ড, দুই ইনিংসে ভারতের সবাই ক্যাচ আউট

আইপিএল আয়োজনে বিসিসিআইয়ের বিকল্প ভাবনায় দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা

আইপিএল আয়োজনে বিসিসিআইয়ের বিকল্প ভাবনায় দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস মরিস

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস মরিস