২০২১ সালের জুলাই মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের বাইরের থাকা ক্রিকেটারদের কথা বিবেচনা করে ‘বাংলা টাইগার্স’ নামের একটি দল গঠনের কথা বলেছিল। কিন্তু নানা কারণে বিসিবির এই উদ্যোগটি আর আলোর মুখ দেখেনি।
তবে এবার বেশ আয়োজন করেই বাংলা টাইগার্সকে সবার সামনে তুলে ধরার কথা ভাবছে বিসিবি। যার জন্য বেছে নেয়া হয়েছে আফগানিস্তান সিরিজকে। মূলত দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে টেস্ট দলকে প্রস্তুত করতেই বিসিবির এমন সিদ্ধান্ত।
২০২১ সালের ২৪ ডিসেম্বর সর্বশেষ বোর্ড মিটিংয়ে কাজী ইনাম আহমেদকে চেয়ারম্যান এবং ওবেদ রশিদ নিজামকে ভাইস-চেয়ারম্যান করে বাংলা টাইগার্সের জন্য একটি কমিটি গঠন করে বিসিবি। আফগানিস্তান সিরিজের সময় বাংলা টাইগার্সের আত্মপ্রকাশ করা নিয়ে ক্রিকবাজকে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন সেই কমিটির চেয়ারম্যান কাজী ইনাম।
তিনি বলেন, ‘আমি বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এবং দলের পরিচালক খালেদ মাহমুদের সাথে তাদের প্রয়োজনীয়তাগুলো বোঝার জন্য বেশ কয়েকটি বৈঠক করেছি। আফগানিস্তান সিরিজে আমরা টি-টোয়েন্টি এবং ওয়ানডে খেলব। এরপর টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় চলে যাব।’
কাজী ইনাম আরো বলেন, ‘তাই আমরা যেটা পরিকল্পনা করছি তা হলো, টেস্ট ক্রিকেটারদের সাথে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে ‘বাংলাদেশ টাইগার্স’ প্রোগ্রাম শুরু করার। তারাই থাকবে, যারা এখন দলের বাইরে থেকেও লম্বা সংস্করণের ক্রিকেটে ভালো করেছে।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]