কোয়ারেন্টাইন ইস্যুতে বাতিল অস্ট্রেলিয়া-নিউজিল্যন্ড সিরিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২২
কোয়ারেন্টাইন ইস্যুতে বাতিল অস্ট্রেলিয়া-নিউজিল্যন্ড সিরিজ

করোনাভাইরাস মহামারির প্রভাবে বিভিন্ন ইস্যুতে বাতিল হচ্ছে অনেকগুলো সিরিজ। এরই ধারাবাহিকতায় এবার স্থগিত করা হলো নিউজিল্যান্ড দলের অস্ট্রেলিয়া সফর। মূলত কোয়ারেন্টাইন জটিলতায় এ সফর স্থগিত করা হয়েছে।  

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের অংশ ছিল এ লিগটি। তবে নির্ধারিত সময়ে এ সিরিজটি মাঠে গড়াবে না। মূলত দুই দেশের করোনা প্রটোকলে কড়া বিধি নিষেধের কারণেই এই সিরিজটি স্থগিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হকলি জানিয়েছেন, ‘দুঃখের সাথে জানানো হচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি নির্ধারিত সময়ে আয়োজিত হচ্ছে না। আমরা অবশ্যই সিরিজটি পরবর্তীতে আয়োজনের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে আলোচনা করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানাই। কেননা তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে এই সিরিজটি খেলার জন্য। কিন্তু কোয়ারেন্টিন জটিলতার কারণে এই মুহূর্তে তাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না।’

সোমবার (২৪ জানুয়ারি) থেকে সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল। সিরিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি একটি টি-টোয়েন্টি ম্যাচেও হওয়ার কথা ছিল। অস্ট্রেলিয়া সফর শেষে কিউই ক্রিকেটারদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনের মধ্যে দিয়ে যেতে হবে। তাই ঝামেলা এড়ানোর জন্যই এ সময়ে সিরিজটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে দুই বোর্ড।

সবসময় নিউজিল্যান্ডের কোয়ারেন্টাইন নীতিমালা বেশ কঠিন। করোনাকালীন সময়ে সফর করা সবগুলো দলকেই কঠোর কোয়ারেন্টাইন পালন করতে হয়েছে। এছাড়াও নিউজিল্যান্ড দল বিদেশ সফর থেকে ফেরার পর তাদেরকেও পালন করতে হয়েছে কঠোর কোয়ারেন্টাইন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রাতভর পার্টি করে তদন্তের মুখে রুট-অ্যান্ডারসন

রাতভর পার্টি করে তদন্তের মুখে রুট-অ্যান্ডারসন

কিভাবে খেলতে হয় বাংলাদেশ তা দেখিয়েছে: লাথাম

কিভাবে খেলতে হয় বাংলাদেশ তা দেখিয়েছে: লাথাম

ল্যাঙ্গারকেই অস্ট্রেলিয়ার কোচের পদে চান পন্টিং

ল্যাঙ্গারকেই অস্ট্রেলিয়ার কোচের পদে চান পন্টিং

দুই হাতে বল করে চমক দেখালেন রাধাকৃষ্ণ

দুই হাতে বল করে চমক দেখালেন রাধাকৃষ্ণ