মালয়েশিয়ার কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে কেনিয়া নারী দলকে। আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
প্রথমের ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান করে বাংলাদেশের মেয়েরা। জবাবে ১২.৪ ওভারে ৪৫ রানেই সব কয়টি উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় কেনিয়া নারী দল।
বুধবার (১৯ জানুয়ারি) কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে বাংলাদেশের মেয়েদের ভালোই পরীক্ষায় ফেলেছিল কেনিয়া।
তাদের বোলিংয়ের সামনে একটা পর্যায়ে ৫০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এক মুরশিদা খাতুন ছাড়া বাকি পাঁচজনের কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। মুরশিদা ৪ বাউন্ডারিতে ১৯ বলে করেন ২৬ রান।
সেখান থেকে দলকে টেনে তুলেন অভিজ্ঞ সালমা খাতুন এবং নবাগত রিতু মনি। সালমার ৩২ বলে ৩৩ রানের ইনিংসটি সাজানো ছিল ৩টি চারের মারে। রিতু মনি করেন ৩ চারে ৩৪ বলে ৩৯ রান। কেনিয়ার মেয়েদের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন কুইন্টর আবেল। দুই উইকেট দখল করেন মার্সিলাইন ওচিয়েং।
১২৬ রানের জবাবে খেলতে নেমে ম্যাচে দাঁড়াতেই পারেনি কেনিয়া। বাংলাদেশের বোলারদের সামনে স্রেফ খড়কুটোর মতো উড়ে যায় তারা। কেনিয়ার পক্ষে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন শারুন জুমা। বাদবাকি নয় ব্যাটারের ছয়জনই রানের খাতা খুলতে পারেননি।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে বিধ্বস্তি ছিলেন স্পিনার নাহিদা আক্তার। মাত্র ১২ রান খরচ করে কেনিয়ার ৫ ব্যাটারকে তুল নেন তিনি। ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তারই হাতে।
আসরে টানা ২ ম্যাচ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করেছে জ্যোতির দল। এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে শ্রীলঙ্কা নারী দল।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]