বাংলাদেশের পুরোনো কথা মনে করতে চান না রোডস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২২
বাংলাদেশের পুরোনো কথা মনে করতে চান না রোডস

বিশ্বকাপ ব্যর্থতার দায়ে স্টিভ রোডসকে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আড়াই বছর আবারও বাংলাদেশের এসেছেন রোডস, জাতীয় দলের দায়িত্ব নিয়ে নয়, বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে কাজ করবেন তিনি। বাংলাদেশে আসলেও জাতীয় দলের সাথে কাজ করার সময়কে মনে রাখতে চান না স্টিভ রোডস।

স্টিভ রোডসকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচনা করা হয়। সেরা কোচ হিসেবে বিবেচনা করা হলেও জাতীয় দলের সাথে মাত্র এক বছর কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর তাকে দায়িত্বে রাখেনি বিসিবি। তবে এসব কোনো অভিযোগ করতে নারাজ রোডস।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) মিরপুরে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন রোডস। সেখানে তিনি বলেন, ‘আমি বিসিবি বা অন্য কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। আমার মনে হয় এটা ঠিক হবে না।’

আগে কখনও হতাশা প্রকাশ না করলেও ২০১৯ বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন স্টিভ রোডস। জানান, মানুষজন যতটা খারাপ ভাবে ততটা খারাপ করেনি বাংলাদেশ দল।

বলেন, ‘আপনি যদি পিছনে ফিরে তাকান, দেখবেন পাকিস্তান ছাড়া বাকি সব ম্যাচেই আমরা ভালো খেলেছি। ইংল্যান্ড-ভারতের বিপক্ষে হারলেও ম্যাচগুলো ভালো হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা অনেক চাপ তৈরি করতে পেরেছিলাম।’

তিনি আরও বলেন, ‘মানুষজন যতটা খারাপ ভেবেছে, ততটা খারাপ আমরা করিনি। কিন্তু লোকজনের নিজস্ব মতামত আছে। আমি তাতে জড়াতে চাই না।’

কুমিল্লায় যোগ দিয়ে বেশ খুশি বলে জানিয়েছেন স্টিভ রোডস। বিপিএলের সময়টা বেশ ভালো কাটবে বলে মনে করেন তিনি।

এ বিষয়ে স্টিভ রোডস বলেন, ‘কুমিল্লার সাথে কাজ করতে পেরে ভালো লাগছে। এখানে পারিবারিক একটা আবহ পাচ্ছি। আমি এখানে কাজ উপভোগ করছি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরি শঙ্কায় মাশরাফি!

ইনজুরি শঙ্কায় মাশরাফি!

শুরুর আগেই বিপিএলে করোনার হানা

শুরুর আগেই বিপিএলে করোনার হানা

রোডসকে বিদায় করেছিল বিসিবি, তার কাছেই শিখতে চান সালাউদ্দিন

রোডসকে বিদায় করেছিল বিসিবি, তার কাছেই শিখতে চান সালাউদ্দিন

কুমিল্লার নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে স্টিভ রোডস

কুমিল্লার নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে স্টিভ রোডস