ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে নতুন ফ্রাঞ্চাইজি লাক্ষ্ণৌয়ে নাম লিখিয়েছেন ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল। আগে থেকেই গুঞ্জন ছিল লাক্ষ্ণৌয়ের হয়ে খেলবেন তিনি। সে গুঞ্জনকেই সত্যি করে সেখানে নাম লিখিয়েছেন তিনি।
আইপিএলের ১৪তম আসর চলাকালীন গুঞ্জন উঠেছিল লাক্ষ্ণৌয়ের সাথে চুক্তি সেরেছেন তিনি। সে কারণে দারুণ খেলার পরও তাকে ধরে রাখেনি পাঞ্জাব। মূলত পাঞ্জাবের হয়ে আইপিএলের কোনো শিরোপা জিততে না পারার কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
রাহুল ছাড়াও তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণুই এবং অজি পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিসকে দলে ভিড়িয়েছে লাক্ষ্ণৌ। নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে দুই ভারতীয়সহ মোট তিনজন ক্রিকেটারকে সরাসরি দলে ভেড়ানোর সুযোগ পেয়েছিল দলটি।
২০২১ সালে ফ্রাঞ্চাইজি নিলাম থেকে সিভিসি ক্যাপিটালস লাক্ষ্ণৌ দলটি কিনে নেয়। এখনও দলের নাম চূড়ান্ত করেনি সিভিসি কর্তৃপক্ষ।
চলতি বছরের ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের ১৫তম আসরের মেগা নিলাম। সেখানেই বাকি খেলোয়াড়দের দলে ভেড়াবে দলগুলো। চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে আইপিএল মাঠে গড়ানোর কথা রয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]