ল্যাঙ্গারকেই অস্ট্রেলিয়ার কোচের পদে চান পন্টিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২২
ল্যাঙ্গারকেই অস্ট্রেলিয়ার কোচের পদে চান পন্টিং

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অ্যাশেজেও দারুণ পারফর্মেন্স করে শিরোপা জেতেছে অস্ট্রেলিয়া। এ সময় অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে ছিলেন জ্যাস্টিন ল্যাঙ্গার। টানা দুই সাফল্যের পর তার চাকরির মেয়াদ বাড়বে এটাই তো স্বাভাবিক। তবে ল্যাঙ্গারকে আরও দীর্ঘ সময় অস্ট্রেলিয়ার কোচের পদে দেখতে চান সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং।

২০১৮ সালে স্যান্ডপেপার কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ান ড্যারেন লেহম্যান। এ দুঃসময়ের দলের দায়িত্ব নেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। দায়িত্ব নিয়েই অজিদের জিতিয়েছে দুইটি অ্যাশেজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ।

অ্যাশেজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও ওয়ানডে বিশ্ব আসরের শিরোপা ঘরে তুলতে পারেননি জাস্টিন ল্যাঙ্গার। টানা সাফল্যের এ কান্ডারিকে এখনও অস্ট্রেলিয়ার কোচের পদে চান তিনি।

কিছুদিনের মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে ল্যাঙ্গারের চুক্তির মেয়াদ শেষ হবে। কিন্তু এর আগেই তার চুক্তির মেয়াদ বাড়াবে বলে গুঞ্জন চলছে।

বলেন, ‘আমার মনে হয় ল্যাঙ্গার অস্ট্রেলিয়ার হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন। এখনই তার সরে যাওয়া উচিত না। ক্রিকেট অস্ট্রেলিয়ার উচিত তাকে দায়িত্বে রাখা উচিত।’

স্যান্ডপেপার কেলেঙ্কারির পর ভাঙাচুরা একটি দলকে গড়ে তুলেছেন ল্যাঙ্গার। দলে এনেছেন ভারসাম্য। মূলত এ কারণেই তার দায়িত্বের মেয়াদ আরও কিছুদিন বাড়ানো উচিত বলে জানিয়েছেন পন্টিং।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

খাজার জন্য 'শ্যাম্পেইন উৎসব’ বন্ধ রাখলো অস্ট্রেলিয়া

খাজার জন্য 'শ্যাম্পেইন উৎসব’ বন্ধ রাখলো অস্ট্রেলিয়া

বড় জয়ে অ্যাশেজ শেষ করলো অস্ট্রেলিয়া

বড় জয়ে অ্যাশেজ শেষ করলো অস্ট্রেলিয়া

কোচ হিসাবে রুটের পছন্দ সিলভারউড

কোচ হিসাবে রুটের পছন্দ সিলভারউড

স্ট্যাম্পে বল লেগেও নট আউট স্টোকস

স্ট্যাম্পে বল লেগেও নট আউট স্টোকস