শুরুর আগেই বিপিএলে করোনার হানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২২
শুরুর আগেই বিপিএলে করোনার হানা

দিন দুয়েক পরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এ আসরকে সামনে রেখে ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছে বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলো। এর মধ্যেই বিপিএলে পড়েছে করোনার প্রভাব। আক্রান্ত হয়েছেন খেলোয়াড় এবং কোচিং স্টাফ।

বিপিএল উপলক্ষ্যে দলগুলো অনুশীলন শুরু করলেও এখনও বায়ো-বাবলে প্রবেশ করেনি বেশিরভাগ দল। যে সব দল বায়োবাবলে ঢুকেছে সেসব দলের খেলোয়াড়দের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিপিএলের দলগুলোতে খেলোয়াড় এবং কোচিং স্টাফের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডা. দেবাশিস চৌধুরী। 

স্পোর্টসমেইল২৪.কম-কে তিনি বলেন, ‘এখন পর্যন্ত তিন-চারজন করোনা আক্রান্ত হয়েছেন। কোন দল বা খেলোয়াড় তা আমরা জানাতে চাচ্ছি না।’

আরও বলেন, ‘বিভিন্ন দলগুলো একেক সময় বায়ো-বাবলে ঢুকছে। তাই এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কতজন করোনা পজিটিভ আছে।’

বিপিএল শুরুর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেশিরভাগ দল কোভিড টেস্টে করানো হবে। তখনই ঠিক কতজন করোনা পজিটিভ হয়েছে তা নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছেন দেবাশিস চৌধুরী।

বলেন, ‘বেশিরভাগ দল আজকে (মঙ্গলবার) করোনা টেস্ট করাবে। এরপরই বোঝা যাবে কতজন করোনা পজিটিভ হয়েছে। আর যারা করোনা পজিটিভ হয়েছে বা হবে তারা কেউই বায়ো-বাবলে নেই।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রোডসকে বিদায় করেছিল বিসিবি, তার কাছেই শিখতে চান সালাউদ্দিন

রোডসকে বিদায় করেছিল বিসিবি, তার কাছেই শিখতে চান সালাউদ্দিন

সিনিয়র ক্রিকেটার না থাকায় ‘কমিউনিকেশন গ্যাপ’ শঙ্কায় কুমিল্লা

সিনিয়র ক্রিকেটার না থাকায় ‘কমিউনিকেশন গ্যাপ’ শঙ্কায় কুমিল্লা

কুমিল্লার নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে স্টিভ রোডস

কুমিল্লার নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে স্টিভ রোডস

বিপিএলে মিনিস্টার গ্রুপ  ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ

বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ