রোহিতের ফিটনেস নিয়ে সমালোচনায় আকাশ চোপড়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০১ পিএম, ১৭ জানুয়ারি ২০২২
রোহিতের ফিটনেস নিয়ে সমালোচনায় আকাশ চোপড়া

টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। পরবর্তী অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন রোহিত শর্মা। এর মধ্যেই ভারতের সম্ভাব্য টেস্ট অধিনায়কের কড়া সমালোচনায় মুখর হয়েছেন ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

সাম্প্রতিক সময়ে বারবার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে পড়েছেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে নিয়মিত খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আকাশ চোপড়া।

তিনি বলেন, ‘যদিও তার ফিটনেস নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে, কারণ তার হ্যামস্ট্রিং সমস্যা ২০২০ সাল থেকে অব্যাহত রয়েছে। মনে হচ্ছে ঠিক আছে কিন্তু তিনি কী ফিট থাকতে পারবেন?’

এছাড়াও ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ ছন্দে থাকা রোহিত শর্মা টেস্ট অধিনায়ক হিসেবে এগিয়ে আছেন বলে মনে করেন আকাশ চোপড়া।

বলেন, ‘রোহিত শর্মাকে সবচেয়ে সুস্পষ্ট পছন্দ বলে মনে হচ্ছে কারণ, তিনি এই মুহূর্তে ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক। গত এক বছর টেস্টে তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন।’

রোহিত শর্মা ছাড়াও লোকেশ রাহুল এবং ঋষাভ পান্থ সম্ভাব্য অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে মনে তিনি। টেস্ট ছাড়াও ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। এখন ভারতীয় দলে শুধু মাত্র ক্রিকেটার হিসেবেই খেলবেন এ ডানহাতি ব্যাটার।



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টে কোহলির জায়গায় আসছেন রোহিত

টেস্টে কোহলির জায়গায় আসছেন রোহিত

ঋষাভ পান্থকে নতুন অধিনায়ক হিসেবে চান গাভাস্কার

ঋষাভ পান্থকে নতুন অধিনায়ক হিসেবে চান গাভাস্কার

টেস্টের অধিনায়কত্বও ছাড়লেন বিরাট কোহলি

টেস্টের অধিনায়কত্বও ছাড়লেন বিরাট কোহলি

কলকাতার বোলিং কোচের দায়িত্বে ভরত অরুণ

কলকাতার বোলিং কোচের দায়িত্বে ভরত অরুণ