২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার জেরে কোচ স্টিভ রোডসকে বিদায় করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর প্রায় আড়াই বছর পর আবারও বাংলাদেশে এসেছেন স্টিভ রোডস। বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে নয়, এসেছেন ফ্রাঞ্চাইজি দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের দায়িত্ব নিয়ে। রোডসের কাছেই শিখতে চান দেশের স্বনামধন্য কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
সোমবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হঠাৎই হাজির হন বাংলাদেশ দলের সাবেক কোচ স্টিভ রোডস। পরে জানা যায়, কুমিল্লা ভিক্টোরিয়ানসের পরামর্শকের দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছেন তিনি।
একই দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কুমিল্লার অনুশীলন শেষে কোচ সালাউদ্দিন জানালেন, রোডসের কাছে অনেক কিছু শিখতে চান। অথচ এই রোডসকে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সালাউদ্দিন বলেন, ‘উনি একজন অভিজ্ঞ কোচ, বাংলাদেশের হেড কোচ ছিলেন এবং অন্যতম সফল কোচ ছিলেন। তার মাথা থেকে অনেক কিছু আসতে পারে। সে আমাদের পরামর্শক হিসেবে আসছে, আশা করি সে আমাদের অনেক ভালো কিছু দিতে পারবে। স্পেশালি আমি মনে করি, অনেক কিছু শিখতে পারবো।’
দলের দায়িত্ব নিয়েই নিজের কাজটা ভালো মতো বুঝে নিয়েছেন স্টিভ রোডস। এছাড়াও ভালো পরামর্শ দিয়েছেন বলে জানান সালাউদ্দিন।
বলেন, ‘সে (স্টিভ রোডস) একজন জেন্টেল ম্যান, খুবই ভালো মানুষ। সে কিন্তু প্রথমে এসেই নিজের কাজটা বুঝে নিয়েছে। সে আমাকে অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছে। ভালো কিছু যদি হয়, তাহলে সেটা ভালোভাবেই নেওয়া উচিত।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]