খাজার জন্য 'শ্যাম্পেইন উৎসব’ বন্ধ রাখলো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৭ জানুয়ারি ২০২২
খাজার জন্য 'শ্যাম্পেইন উৎসব’ বন্ধ রাখলো অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে অ্যাশেজের শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। এমন জয়ে অজিদের উদযাপনের নিয়মানুযায়ী শ্যাম্পেইন ছিটিয়ে বাঁধভাঙ্গা উল্লাস হবে সেটা স্বাভাবিক। হতেও নিয়েছিল। তবে ঠিক তখনই হলো না।

বাঁধা দিলেন অধিনায়ক প্যাট কামিন্স। কারণ আর কিছুই না। অ্যালকোহলের কারণে তাদের উদযাপনে শামিল না হয়ে অদূরেই দাঁড়িয়ে ছিলেন উসমান খাজা।

ব্যাপারটা কামিন্সের নজরে যেতেই উদযাপন থামিয়ে খাজাকে ঢেকে আনেন তিনি। এরপর সবাই মিলে উদযাপন ও ছবি তোলা শেষে খাজা চলে গেলে তবেই শ্যম্পেনের বোতল খোলা হয়।

এরপর সবাই মিলে শ্যাম্পেইনে ভিজে শিরোপা জয় উদযাপন করেন। অজি অধিনায়কের এমন সিদ্ধান্ত প্রশংসা কুড়াচ্ছে ক্রিকেট মহল সহ বিশ্বের সর্বত্র। সতীর্থের ধর্মের প্রতি শ্রদ্ধা দেখিয়ে প্রশংসায় ভাসছেন কামিন্স।

অধিনায়ক হিসাবে কামিন্স যে অন্য মানসিকতার সেট আপ্রমাণ আপাওয়া গিয়েছিল অ্যাশেজ চলাকালীন সময়েই। মেলবোর্ন টেস্ট চলাকালীন অভিষিক্ত স্কট বোলান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রানে দিয়ে ইংলিশদের ৬ উইকেট তুলে নিয়েছিলেন।

পাঁচ উইকেট পাওয়ার পর ওভার শেষ করে বোলান্ড যখন নিজের ফিল্ডিং পজিশনে যাচ্ছিলেন। তখন তাকে ঢেকে পাঠান কামিন্স। পাঠিয়ে দেন সীমানায়। যাতে সীমানার কাছে দাঁড়িয়ে ভক্ত সমর্থকদের অভিবাদন গ্রহণ করতে পারেন বোল্যান্ড।

অ্যাশেজের শেষ ম্যাচে হোবার্টে ইংল্যান্ডকে ১৪৬ রানে হারিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ জিতে অ্যাশেজের ট্রফি নিজেদের মাটিতে রেখে দিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজে ট্রাভিস হেডের জায়গায় সুযোগ পেয়ে ২ ম্যাচের ৪ ইনিংসে ২ সেঞ্চুরিতে ২৫৫ রান করেছেন উসমান খাজা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বড় জয়ে অ্যাশেজ শেষ করলো অস্ট্রেলিয়া

বড় জয়ে অ্যাশেজ শেষ করলো অস্ট্রেলিয়া

রোমাঞ্চের অ্যাশেজ, রোমাঞ্চকর ড্র

রোমাঞ্চের অ্যাশেজ, রোমাঞ্চকর ড্র

ইংল্যান্ডকে ইনিংস হারের লজ্জা নিয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়

ইংল্যান্ডকে ইনিংস হারের লজ্জা নিয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়

অ্যাশেজের প্রথম টেস্টে ইংলিশদের গুড়িয়ে দিলো অজিরা

অ্যাশেজের প্রথম টেস্টে ইংলিশদের গুড়িয়ে দিলো অজিরা