মানুষের জীবনে ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়ও আসে। ভালো খারাপ মিলিয়েই জীবন। ভালো সময়ে সবাইকে পাশে পাওয়া গেলেও খারাপ সময়ে তেমন কাউকেই পাওয়া যায় না। তবে নিজের খারাপ সময়ে একজনকে পাশে পেয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।
২০২১ সালে দুর্দান্ত সাফল্যের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) লাহোরে এক অনুষ্ঠানে আয়োজনের মধ্যে দিয়ে দলের সবাইকে পুরস্কৃত করেছিল। সেখানেই নিজের খারাপ সময়ে সরফরাজকে পাশে পাওয়ার কথা জানান বাবর।
বাবরের পাশাপাশি আরো অনেকের মুখেই ঝরে পড়লো সাবেক অধিনায়কের প্রশংসা। এই তালিকায় আছেন পিসিবিরি চেয়ারম্যান রমিজ রাজা এবং পেসার হাসান আলীও।
সরফরাজের প্রশংসা করতে গিয়ে বাবর বলেন, ‘যখন কঠিন পরিস্থিতিতে ছিলাম, আমি সাইফি (সরফরারজের ডাক নাম) ভাইয়ের কাছে যেতাম। সে অনেক সময় ধরে দলকে নেতৃত্ব দিয়েছিল এবং অভিজ্ঞ অধিনায়ক। তার চিন্তাধারা দারুণ। এসব ভেবে আমি তার কাছে যেতাম। সেই সময় তিনি আমাকে উপদেশ দিয়ে সাহায্য করেছেন।’
পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা সরফরাজকে অভিহিত অরেছেন ‘সত্যিকারের দলনেতা’ হিসাবে। জাতীয় দলের পেসার হাসান আলি সরফরাজকে প্রকৃত ভদ্রলোক উল্লেখ করে টুইটারে একটি বিবৃতি দিয়েছেন।
সেখানে হাসান লিখেন, ‘অধিনায়ক, আপনি আসলেই একজন ভদ্রলোক, চমৎকার দলনেতা এবং খেলোয়াড়। যে কিনা দেশের জন্য সব কিছু করতে পারে। আমাদেরকে পথ দেখানোর জন্য ধন্যবাদ। আমাদেরকে অনুপ্রেরিত করে যান । পাকিস্তানকে সবসময় গর্বিত করে যান।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]