নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডেতে থাকছেন না নবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২২
নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডেতে থাকছেন না নবি

তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবিকে ছাড়াই নতুন বছরের প্রথম সিরিজ খেলতে মাঠে নামতে যাচ্ছে আফগানিস্তান। দলের তরুণদের সুযোগ করে দিতেই নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নবি।

নবির সাথে ওয়ানডে ফরম্যাট থেকে সাময়িক সময়ের জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন পেসার নাভিন উল হক। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই নাভিনের এই সিদ্ধান্ত।

বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচ ওয়ানডের জন্য নবি ও নাভিনকে ছাড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্বে থাকবেন হাশমতউল্লাহ শহিদি।

দলে জায়গা পেয়েছেন চার নতুন মুখ রিয়াজ হাসান, মোহাম্মদ সেলিম শাফি, ফজল হক ফারুকি এবং শহিদুল্লাহ কামাল। এছাড়াও দীর্ঘদিন পর দলে ফিরছেন আজমতউল্লাহ ওমরজাই। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে আফগানিস্তানের হয়ে খেলেছিলেন তিনি।

২১ জানুয়ারি (শুক্রবার) কাতারের দোহায় প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচ সিরিজ। ২৩ ও ২৫ জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে। ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে সুপার লিগ।

সুপার লিগের পয়েন্ট টেবিলের সেরা সাতটি দল সরাসরি মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার লিগের ২৪টি ম্যাচের মধ্যে ৩ ম্যাচ খেলা আফগানিস্তান বর্তমানে অবস্থান করেছে টেবিলের ১১ নম্বরে।

আফগানিস্তান স্কোয়াড
আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, গুলবাদিন নাইব, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, রশিদ খান, রিয়াজ হাসান, সেলিম সাফি, শহিদুল্লাহ কামাল, শরাফউদ্দিন আশরাফ, উসমান গনি, ইয়ামিন আহমদজাই।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

৩শ’ ম্যাচের মাইলফলকে রশিদ খানের ক্যারিয়ার সেরা বোলিং

৩শ’ ম্যাচের মাইলফলকে রশিদ খানের ক্যারিয়ার সেরা বোলিং

লড়াই জমবে যুব বিশ্বকাপের ‘সি’ গ্রুপে

লড়াই জমবে যুব বিশ্বকাপের ‘সি’ গ্রুপে

টি-টোয়েন্টির প্রস্তুতি নিতে ওয়ানডে ছাড়লেন নাভিন উল হক

টি-টোয়েন্টির প্রস্তুতি নিতে ওয়ানডে ছাড়লেন নাভিন উল হক

আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ এবার কাতার

আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ এবার কাতার