করোনার প্রভাব বেড়ে যাওয়ায় নিরাপত্তার অংশ হিসাবে মাস্ক এখন আমাদের নিত্য সঙ্গী। তবে এই মাস্ক পড়ার বিড়ম্বনাও অনেক। মাস্ক পড়ার ফলে অনেক সময় চেনা ব্যক্তিকেও অচেনা মনে হয়। আর এই সুযোগটাই কাজে লাগালেন পাকিস্তানি পেসার হাসান আলি। মাস্ক পড়ে বিমানবন্দরে গিয়ে গাড়ির ড্রাইভার সেজে চমকে দিলেন ঘনিষ্ঠ বন্ধু এবং পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খানকে।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সু্যোগ পেয়েছিলেন শাদাব খান। সিডনি সিক্সার্সের হয়ে চারটি ম্যাচে খেলেছিলেন তিনি। একে তো বিগ ব্যাশে করোনার সক্রমণ ছড়িয়ে পড়েছে জ্যামিতিক হারে। তার উপর সামনেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
সব বিবেচনায় একটু আগেভাগেই শাদাবকে দেশে ফিরতে নির্দেশ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের নির্দেশ পালনে শনিবার (১৫ জানুয়ারি) দেশে ফিরেন শাদাব।
বিমানবন্দরে তার জন্য অপেক্ষামান ছিল পিএসএলে তার দল ইসলামাবাদ ইউনাইটেড। বিমান থেকে নামতেই দেখা যায় তাকে অভ্যর্থনা জানাতে মুখে মাস্ক পড়ে ‘মি. শাদাব খান’ লেখা কাগজ হাতে দাঁড়িয়ে আছেন একজন।
সাধারণত বিমানবন্দরে বড় কোনো অতিথিকে নিতে আসা ড্রাইভারকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মুখে মাস্ক পড়ে ‘ড্রাইভার’ সেজে থাকা ব্যক্তিটি আর কেউ নয়। শাদাবেরই ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় হাসান আলি।
শাদাব প্রথমে হাসানকে চিনতেই পারেননি। এড়িয়েই চলে যাচ্ছিলেন। ভালো করে খেয়াল করার পর হাসানকে চিনতে পারেন তিনি। পরক্ষণেই গভীর আলিঙ্গনে বাঁধা পড়েন দুই বন্ধু।
দুই বন্ধুর এমন দৃশ্য ভিডি করে টুইটারে পোস্ট দিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। তারা লিখেছে, ‘সুখ হচ্ছে যখন আপনি লম্বা একটা ফ্লাইটের পর দেখবেন আপনার সবচেয়ে কাছের বন্ধু বিমানবন্দরে দাঁড়িয়ে।’
বিগ ব্যাশে সুযোগ পেলেও মাঠের সময়টা একদমই ভালো কাটেনি পাকিস্তানি অলরাউন্ডারের। চার ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন সর্বসাকুল্য ২০ রান। বল হাতে আরো বিবর্ণ্, পেয়েছেন মাত্র ১টি উইকেট।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]