কয়েকদিন আগে ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। এরআগে ইনজুরিতে পড়েছেন তাসকিন আহমেদ ও তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার ইনজুরিতে পড়লেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। ইনজুরি যেন বাংলাদেশ দলের ক্রিকেটারদের পিছুই ছাড়ছে না।
বগুড়ায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আগের রাউন্ডের শেষদিনে ইনজুরিতে পড়েন তিনি। তাই শেষ দুই রাউন্ড খেলা হচ্ছে না তার।
জানা গেছে, শহীদ শেখ চান্দু স্টেডিয়ামে বিসিএলের চতুর্থ রাউন্ড চলাকালে অনুশীলনে তার নর্থ জোনের সতীর্থ নাজমুল হোসেন শান্তর সঙ্গে ফুটবল খেলতে গিয়ে তিনি গোড়ালিতে চোট পান মুশফিক।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, মুশফিক গোড়ালিতে চোট পেয়েছে চারদিন হলো। এখন ওকে বিশ্রাম নিতে হবে। প্রতি সপ্তাহে আমরা ওর অবস্থা মূল্যায়ন করবো। সেরে উঠতে কতোদিন লাগবে এখনই বলা যাচ্ছে না।
এদিকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষে বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন। পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে বিসিএলের আগের রাউন্ডে খেলা হয়নি নাসির হোসেনের। প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। এর আগে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন তামিম ইকবাল।
এছাড়া ঢাকা লিগে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজও ইনজুরিতে পড়েন।